শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

সীতাকুণ্ড ব্যবসায়ী দোকান মালিক সমিতির নির্বাচনের প্রস্তুতি কমিটির সভা

সীতাকুণ্ড ( চট্টগ্রাম) প্রতিনিধি
  ২৬ এপ্রিল ২০২৫, ১৪:৪১
সীতাকুণ্ড ব্যবসায়ী দোকান মালিক সমিতির নির্বাচনের প্রস্তুতি কমিটির সভা
ছবি: যায়যায়দিন

সীতাকুণ্ড পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির নির্বাচন পরিচালনা ২০২৫" এর আহ্বায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে সীতাকুণ্ড পৌরসভাস্থ কলেজ রোডস্থ উক্ত সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক গাজী সুজা উদ্দিন।

সাবেক কাউন্সিলর ও ব্যবসায়ী দোকান মালিক সমিতির উপদেষ্টা সাবেক কাউন্সিলর সামছুল আলম আজাদ এর পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মাওলানা মোহাম্মদ

তৌহিদুল হক চৌধুরী, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও পৌরসভা বিএনপির সদস্য সচিব সালেহ আহম্মদ ছলু , নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও জামায়াতে ইসলাম সীতাকুণ্ড পৌরসভা শাখার সভাপতি হাফেজ আলী আকবর , সাবেক কাউন্সিলর ৮ নম্বর ওয়ার্ড ও নির্বাচন পরিচালনা কমিটি সদস্য রফিকুল ইসলাম , কমিটির সদস্য ও পৌর সদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ রেজাউল করিম বাহার, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম, অর্থ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ কামাল উদ্দীন , প্রচার সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা জানান আসন্ন পৌরসদর দোকান মালিক সমিতির নির্বাচনে সর্বস্তরের ব্যবসায়ীদের অংশগ্রহনে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে বলে আশা প্রকাশ করেন। অনুষ্ঠানে কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে