সৈয়দপুরে ট্রাফিক বিভাগের নিকট রোড ডিভাইডার হস্তান্তর

প্রকাশ | ২৬ এপ্রিল ২০২৫, ১৩:৫২

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

নীলফামারীর সৈয়দপুরে শনিবার (২৬ এপ্রিল) সকালে এটলাস কসমেটিকস লিমিটেডের পক্ষ থেকে সৈয়দপুর ট্রাফিক বিভাগের নিকট রোড ডিভাইডার প্রদান করা হয়েছে। 

এ উপলক্ষে শহরের ট্রাফিক বক্সের সামনে রোড ডিভাইডার হস্তান্তর উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক  নুর-ই- আলম সিদ্দিকী, থানার অফিসার ইনচার্জ ফইম উদ্দিন, ট্রাফিক বিভাগের ইন্সপেক্টর আমিনুল ইসলাম ও মাহফুজুল আলম, ট্রাফিক সার্জেন্ট সাদেকুর রহমান সুজন, এটলাস কসমেটিকস লিমিটেডের পক্ষে জাহিদ আলম, আরজু হোসেন, রাসেল, সৈয়দপুর প্লাজা ব্যবসায়ী সমিতির সভাপতি শেখ কুতুব উদ্দিন প্রমুখ। 


যাযাদি/ এসএম