শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

মধুমতী নদীর ভাঙনে রোধে বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন 

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
  ২৬ এপ্রিল ২০২৫, ১৩:৪৮
মধুমতী নদীর ভাঙনে রোধে বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন 
ছবি: যায়যায়দিন

নড়াইলের লোহাগড়া উপজেলার পূর্বাঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত মধুমতী নদীর পার-করফা ও পার-মহিষাপাড়া পয়েন্টে ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবীতে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার (২৫ এপ্রিল) বিকাল সাড়ে ৪ টায় মধুমতী নদীর পার- মহিষাপাড়া এলাকায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে প্রায় দু'শতাধিক গ্রামবাসীসহ অন্যান্য শ্রেণী-পেশার মানুষজন অংশগ্রহণ করেন।

ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচি পূর্ব এক সমাবেশে বক্তব্য রাখেন লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এইচ এম রাশেদ, লোহাগড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, বিশিষ্ট সমাজসেবক মো: রউফ শেখ ও তরুণ সমাজসেবক সুমন রহমানসহ প্রমূখ।

সমাবেশে বক্তারা বলেন, 'দীর্ঘদিন ধরে মধুমতী নদীর পার-মহিষাপাড়া ও পার-করফা পয়েন্টে ভাঙ্গনের কারণে সহায়, সম্পদসহ ফসলী জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ঝুঁকির মধ্যে রয়েছে প্রায় দু'শতাধিক পরিবার। সমাবেশ থেকে ভাঙনরোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবী জানানো হয়।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে