বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা জনসাধারণের মাঝে তুলে ধরতে দিনাজপুরের ঘোড়াঘাটে বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ ও গনসংযোগ করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল উপজেলা কমিটির নেতাকর্মীরা।
শুক্রবার বিকেলে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার কমিটির সভাপতি খন্দকার মোঃ রহুল আমিন মিঠুর নেতৃত্বে উপজেলার রানীগঞ্জ বাজারে জনসাধারণে মাঝে ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ ও শ্রমিক দলের নেতাকর্মীদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এর আগে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় দিনাজপুর নাজমা গার্ডেনে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা এবং জনসম্পৃক্তি কর্মশালা বিএনপি মিডিয়া সেল আয়োজিত জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিত্বে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু উদ্বোধন করেন।
এসময় বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। কর্মশালায় প্রশিক্ষণ দেন বিএনপির মিডিয়া সেলের প্রধান অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল। বিকাল চারটায় দিকে কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত থেকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ কর্মশালায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা শ্রমিক দলের সভাপতি খন্দকার রুহুল আমিন মিঠু, সিনিয়র সহ-সভাপতি লাল মিয়া , সহ-সভাপতি মো. সাহাব্বর হোসেন মন্ডল,সাধারণ সম্পাদক শাহিনুর রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব তালো, সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়া অংশ নেয়।
কর্মশালায় জেলা বিএনপি, উপজেলার ২২টি ইউনিট এবং অঙ্গ সংগঠন থেকে ৪ শতাধিক নেতা কর্মীরা অংশ নেন।
যাযাদি/ এসএম