‘চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে, মাদককে না বলি’ -এই স্লোগান রেখে পাইকপাড়া ইউনিয়ন ৮ ও ৯ নং ওর্য়াডের জনগণের উদ্যেগে পাইকপাড়া এলাকার সকলের স্বত:স্ফুর্ত অংশগ্রহণ মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে মাদকবিরোধী জনসমাবেশ শুক্রবার (২৫ এপ্রিল) বিকাল ৪টায় পাইকপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয় । অনুষ্ঠানটি আয়োজন করেন পাইতপাড়া এলাকার সর্বস্তরের জনগণ ।
এ সময় উপস্থিত ছিলেন উক্ত ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি ডাক্তার মো: আলিম, ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম হোসেন,পাইকপাড়া স্বাধীন সমাজ সংর্ঘের সভাপতি ডাক্তার কামরুল ইসমাল, পাইকপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক আখতার হোসেন মোল্লা, টঙ্গিবাড়ী থানা এস আই আ: রহিম, পাইকপাড়া ৮নং ওর্য়াড সদস্য রফিকুল ইসলাম সেলিম, ৯ নং ওর্য়াড ইউপি সদস্য মোশারফ হোসেন, যবদল নেতা রিপন ভূঁইয়া, সমাজ সেবক জাফর মাতবর, কামরুল দপ্তরী, দেলোয়ার শেখ, রিপন শেখ, ম্যকজিন শেখ, রাশেদ দপ্তরী, গোলাম হোসেন দপ্তরি, আলফাজ মাদবর, সুমন শেখ, শাকিল আহমেদ, সিয়াম আহমেদ, সুমন দপ্তরী, নজরুল ইসলাম শেখ, এছাড়াও পাইকপাড়া স্বাধীন সমাজ সংর্ঘের সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন ।
যাযাদি/ এসএম