শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

জব্বারের বলীখেলায় চ্যাম্পিয়ন কুমিল্লার ‘বাঘা’ শরীফ

চট্টগ্রাম ব্যুরো
  ২৬ এপ্রিল ২০২৫, ০৯:৩৬
জব্বারের বলীখেলায় চ্যাম্পিয়ন কুমিল্লার ‘বাঘা’ শরীফ
চট্টগ্রামের জব্বারের বলীখেলার রাশেদ বলীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ।

চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলার ১১৬তম আসরে রাশেদ বলীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ। গতবারের আসরেও তিনি রাশেদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন।

শুক্রবার (২৫ এপ্রিল) নগরীর লালদীঘি ময়দানে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রায় ২৩ মিনিটের লড়াই শেষে আয়োজক কমিটি শরীফকে বিজয়ী ঘোষণা করে। রানার্সআপ হন একই জেলার রাশেদ বলী।

বেলা সাড়ে পাঁচটায় শুরু হওয়া ফাইনালে অংশ নেন বাঘা শরীফ ও রাশেদ বলী। গতবারের মতো এবারও এই দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে অনুষ্ঠিত হয় চূড়ান্ত পর্ব। আগেরবারও জয়ী হন বাঘা শরীফ।

খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বিকেল চারটায় খেলার উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিব আজিজ।

জব্বারের বলীখেলা ও মেলা কমিটির সাধারণ সম্পাদক, আব্দুল জব্বার সওদাগরের নাতি শওকত আনোয়ার বাদল জানান, বলীখেলার ১১৬তম আসরে এবার রেজিস্ট্রেশন করেছেন ১৪৭ জন বলী। এতে জাতীয় পর্যায়ের বলীরাও এবার অংশ নিয়েছেন।

বলীদের লড়াইয়ের পাশাপাশি জমে উঠেছে দর্শক-উৎসবও। শিশু-কিশোর থেকে শুরু করে নানা বয়সী দর্শনার্থী ভিড় করেছেন লালদীঘি প্রাঙ্গণে। কারও হাতে রঙিন বেলুন, কারও কাঁধে শিশু-চারপাশে শুধুই উৎসবের আমেজ।

এদিকে, বলীখেলা উপলক্ষে প্রতিবারের মতো এবারও শুরু হয়েছে তিনদিনের বৈশাখী মেলা। গতকাল থেকে শুরু হওয়া মেলা চলবে আগামীকাল শনিবার ২৬ এপ্রিল পর্যন্ত। দেশের বিভিন্ন স্থানে উৎপাদিত লোকজ পণ্যে এরইমধ্যে জমজমাট এই মেলা। লালদিঘির আশপাশের এলাকায় পসরা সাজিয়ে বসেছেন প্রত্যন্ত অঞ্চল থেকে আসা ব্যবসায়ীরা।

ফুলের ঝাড়ু-হাতপাখা, বেতের তৈরি খাঁচা কিংবা মাটির তৈরি তৈজসপত্র- সবকিছুই সাজানো হয়েছে থরে থরে। পোড়ামাটির ফুলের টব, জগ, গ্লাস, শোপিস, হাতপাখা, শীতলপাটি, দা-বঁটি, খেলনা, টমটমের গাড়ি, শিমুল তুলা, সংসারের টুকিটাকি থেকে শুরু করে ফলসহ গাছের চারা বিক্রির জন্য নিয়ে এসেছেন প্রত্যন্ত অঞ্চলের বেপারি, দোকানি ও গৃহস্থরা। ধীরে ধীরে জমতে শুরু করেছে বিকিকিনি।

প্রসঙ্গত, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালি যুব সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করতে চট্টগ্রামের বক্সীরহাটের বিশিষ্ট বণিক ও চট্টগ্রাম শহরের বদরপাতির বাসিন্দা আবদুল জব্বার সওদাগর কুস্তির প্রবর্তন করেন; যা চট্টগ্রাম অঞ্চলে বলীখেলা নামে পরিচিত। ১৯০৯ খ্রিস্টাব্দে বাংলা ১৩১৬ সনের ১২ বৈশাখ নিজ নামে লালদিঘির মাঠে এই বলীখেলার সূচনা করেন তিনি।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে