বাজারের খাজনা আদায় নিয়ে শ্রমিকদল নেতা-হকার্সদের সংঘর্ষ 

প্রকাশ | ২৬ এপ্রিল ২০২৫, ০৯:২৯ | আপডেট: ২৬ এপ্রিল ২০২৫, ০৯:৩০

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে বাজারের খাজনা আদায়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

গাজীপুরের শ্রীপুরে বাজারের খাজনা আদায়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে উপজেলার মাওনা চৌরাস্তায় এ সংঘর্ষ চলে প্রায় পৌনে ১ ঘন্টা । এতে বেশ কয়েকজন জন আহত হয়েছেন। 

আহতরা হলেন, নজরুল বেপারি, ইমরান  ও আতিক বন্দুকশি । তাদের মধ্যে দুজনকে মাওনা চৌরাস্তার আল হেরা হাসপাতালে নেওয়ার পর ‍উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপতালে পাঠোনো হয়েছে। অপরজনকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তাকেও উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতেল পাঠানো হয়েছে। বাকিদের নামপরিচয় পাওয়া যায়নি। 

স্থানীয় সুত্রে জানা গেছে, খাজনা আদায়কে কেন্দ্র করে মাওনা চৌরাস্তার অস্থায়ী বাজারের ইজারাদার মো. কাজল ফকিরের লোকজনের সঙ্গে জাহিদ হাসান নামের এক ব্যক্তির লোকজনের সংঘর্ষ ঘটে। চৌরাস্তা উড়াল সড়কের নিচে প্রায় আধা ঘন্টার বেশী সময় ধরে সংঘর্ষ চলে। এসময় উভয় পক্ষের লোকজনের হাতেল লাঠিসোটা ছিল। সংঘর্ষের সময় সেখানে আতঙ্গ ছড়িয়ে পড়ে। কাজল ফকির শ্রীপুর উপজেলা শ্রমিক দলের আহব্বায়ক ছিলেন। পরে তাকে বহিস্কার করা হয়। আপরদিকে জাহিদ হাসান হকার্সদের একটি সংগঠনের নেতা।

এ প্রসঙ্গে কাজল ফকির বলেন, আওয়ামী লীগের শাসনামলে জাহিদ হাসান হকার্স লীগ নামের একটি সংগঠন তৈরি করেছিলেন। কিছুদিন আগে সেটির নাম পাল্টেছেন। গত বৃহস্পতিবার বাজারে তার লোকজন ইজারার খাজনা তোলার কাজ করছিলেন। এ সসময় জাহিদের নেতৃত্বে কয়েকজন এসে ইজারার খাজনা সংগ্রহে বাধা দেন । তাদের কাছ থেকে টাকা ছিনিয়ে নেন। এ বিষয়টি তিনি শ্রীপুর থানায় জানিয়েছিলেন। পরদিন শুক্রবার আবার খাজনা তোলার সময় জাহিদের ১০০জনের বেশি লোকজন লাঠসোট নিয়ে হামলা চালায়। এতে তার তিনজন খাজনা আদায়কারী আহত হয়েছেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার বিজন মালাকার বলেন, আহত অবস্থায় দুজন হাসপাতালে আনা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। 

এ ঘটনায় জাহিদ হাসানের বক্তব্য নেওয়ার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। 

শ্রীপুর থানার পুলিশ পরিদর্শক( অপারেশনস) নয়ন কর মুঠোফোনে বলন, ইজারাদার ও হকার্সদের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। কথা বলে পরিস্থিতি শান্ত করা হয়। এসময় ঘটনাস্থল থেকে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তদন্তের পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'

যাযাদি/ এসএম