মহান মে দিবস ও জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে ডুমুরিয়া উপজেলা শ্রমিক দলের উদ্যোগে শুক্রবার বিকাল ৪ টায় উপজেলা শ্রমিক দলের অস্থায়ী কার্যলয় এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় ।
উপজেলা শ্রমিক দলের সভাপতি শেখ ফরিদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপির সদস্য ও ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ইউপি চেয়ারম্যান মোল্যা মাহাবুর রহমান । প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক খান ইসমাইল হোসেন ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শেখ মশিউর রহমান লিটন ও বিএনপি নেতা খান আসাদুজ্জামান মিন্টু । উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শেখ আবদুল কাদের এর সঞ্চলনায় বক্তব্য রাখেন আবু বক্কার মোল্যা, আবুল হালিম শেখ, প্রনব বিশ্বাস, আসলাম শেখ, ইমরান শেখ, মশিউর রহমান শেখ, আলাউদ্দিন শেখ প্রমুখ ।
সভায় আগামী পহেলা মে আন্তর্জাতিক শ্রম দিবস পালন ও ৩ মে জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৬ প্রতিষ্ঠা বার্ষিকী আড়ম্বরপূর্ণ ভাবে পালন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয় ।
যাযাদি/ এসএম