শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

বাজিতপুরে ১২ দলীয় জোটের সমন্বয়ককে সংবর্ধিত দিলো জনতা

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
  ২৫ এপ্রিল ২০২৫, ২০:৪৩
বাজিতপুরে ১২ দলীয় জোটের সমন্বয়ককে সংবর্ধিত দিলো জনতা
ছবি: যায়যায়দিন

কিশোরগঞ্জের বাজিতপুর ঐতিহাসিক ডাক বাংলার ময়দানে গত বুধবার সন্ধ্যার দিকে লোকে লোকারণ্য সহস্রাধিক জনতা ১২ দলীয় জোটের সমন্বয়ক এডভোকেট এহসানুল হুদা কে জনাকীর্ণ পরিবেশে হাজারো জনতা সংবর্ধিত করলো।

সংবর্ধিত অনুষ্ঠানে ১২ দলীয় জোটের সমন্বয়ক এডভোকেট এহসানুল হুদা প্রধান অতিথি হিসাবে বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার সাথে লন্ডনে দেখা করে এসেছেন। সেখানে তিনি তার শরীক দলের প্রার্থী হিসেবে মনোনয়ন পাবে বলে জনতাকে বলেন। তিনি বলেন, গত ৫ই আগষ্ট ফ্যাসিস্ট সরকার তাকে কয়েকবার নির্বিচারে মিথ্যা মামলা দিয়ে জেল ও নির্যাতন করেছেন। একই সঙ্গে তাকে ফ্যাসিস্ট সরকার বেশ কয়েকটি মিথ্যা মামলা দিয়েছেন।

তারেক জিয়া সম্পর্কে তিনি বলেন, তার ৩১ দফা বাস্তবায়নের জন্য বাজিতপুর ও নিকলীতে সমাবেশ-মত বিনিয়ম সভা থেকে শুরু করে গ্রামে গ্রামে জনতার কাছে যাচ্ছেন।

তিনি বলেন, যারা নদী দখল, বিল দখল, অবৈধ ভাবে মানুষের জায়গা দখল ও মানুষকে নির্যাতন করছেন তারা রেহাই পাবে না। তিনি আরো বলেন, অচিরেই তারেক জিয়া দেশে ফিরবেন। এ সময় বক্তব্য রাখেন, জেলা যুব দলের সহ-সভাপতি এড. শাহ আলম, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক কাজল ভূইয়া উপজেলা যুব দলের সদস্য সচিব আনিছুর রহমান খোকন, সোহেল মাহমুদ, উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক আশরাফুল আলম আশরাফ, যুগ্ম আহবায়ক ফ্রিডম সোহেল, সোহরাব হোসেন, লোকমান হোসেন সহ সকল নেত্রীবৃন্দরা।

এর আগে বিকাল ৫ টার দিকে কয়েকশ মটরসাইকেল শোভাযাত্রা করে সৈয়দ এহসানুল হুদাকে ডাক বাংলার ময়দানে নিয়ে আসেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে