নাটোরের গুরুদাসপুরে সড়ক দুর্ঘটনায় আব্দুর রশিদ (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধা আনুমানিক সাড়ে সাতটার সময় উপজেলার বেড়গঙ্গারামপুর আঞ্চলিক সড়কে ওই দুর্ঘটনা ঘটে। নিহত কৃষক ওই এলাকার মৃত-দারোগ আলীর ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধা আনুমানিক সাড়ে সাতটার সময় ব্যাটারিচালিত ভ্যান যোগে বেড়গঙ্গারামপুর আসছিলেন কৃষক আব্দুর রশিদ। এসময় নাজিরপুর থেকে আসা একটি অজ্ঞাত মোটরসাইকেল বেপোরোয়া গতিতে ছুটে এসে ভ্যানের সামনে ধাক্কা দেয়। কৃষক আব্দুর রশিদ ভ্যানের সামনের ছিটে থাকার কারনে গুরুত্বর আঘাতপ্রাপ্ত হয়ে সড়কে পড়ে যায়। ঘটনাস্থল থেকে গুরুত্বর আহত অবস্থায় গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা.অহিদুজ্জামান রুবেল বলেন,‘হাসপাতালে আসার পূর্বেই কৃষক আব্দুর রশিদের মৃত্যু হয়েছে।’
যাযাদি/ এসএম