শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

দুর্গাপুরে জামায়াতে গণসংযোগ কর্মসূচি অব্যাহত 

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
  ২৫ এপ্রিল ২০২৫, ২০:৩০
দুর্গাপুরে জামায়াতে গণসংযোগ কর্মসূচি অব্যাহত 
ছবি: যায়যায়দিন

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীর দুর্গাপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণসংযোগ কর্মসূচি অব্যাহত রয়েছে।

শুক্রবার কর্মসূচির অংশ হিসেবে উপজেলার কিসমত গণকৈড় ইউনিয়ন ও পানানগর ইউনিয়নে জামায়াতে ইসলামীর গণসংযোগ কর্মসূচি পালন করা হয়েছে।

গণসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণ করেন রাজশাহী জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন।

শুক্রবার বাদ জুম্মা কিসমত গনকৈড় ইউনিয়নের কয়ামাজমপুর ওয়ার্ডে স্থানীয় যুব জামায়াত কর্তৃক আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন নুরুজ্জামান লিটন। সেখানে প্রায় চার শতাধিক নারী-পুরুষকে বিশেষজ্ঞ ডাক্তারগণ বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জামায়াত মনোনীত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ইয়াসিন আলী প্রামাণিক, যুবনেতা জুবায়ের আল মাহমুদ, জসীম উদ্দীন প্রমূখ।

ফ্রি মেডিকেল ক্যাম্পে মেডিসিন বিশেষজ্ঞ, গাইনি বিশেষজ্ঞ, অর্থপেডিক্স বিশেষজ্ঞ ডাক্তারগন চিকিৎসা সেবা প্রদান করেন।

এদিন বিকালে গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে ৩নং পানানগর ইউনিয়নের ধরমপুর কলেজ মোড়, পাইকড়তলী বাজার ও পানানগর বাজারে ব্যাপক গণসংযোগ করা হয়।

গণসংযোগ পক্ষের অংশ হিসেবে বাদ মাগরিব খাসখামার স্কুল মাঠে দাওয়াতী সভা অনুষ্ঠিত হয়।

দাওয়াতী সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াত সেক্রেটারি মাস্টার শামীম উদ্দিন, ইউনিয়ন জামায়াত সভাপতি এডভোকেট ইসাহাক আলী, সেক্রেটারি মোজাম্মেল হক, জামায়াত নেতা ড. সেলিম রেজা খাঁন, নাঈমুর রহমান প্রমুখ।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে