শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

লক্ষ্মীপুরে বিএনপির প্রত্যাক্ষ ভোটে নেতা নির্বাচিত

লক্ষ্মীপুর প্রতিনিধি
  ২৫ এপ্রিল ২০২৫, ২০:২৩
লক্ষ্মীপুরে বিএনপির প্রত্যাক্ষ ভোটে নেতা নির্বাচিত
ছবি: যায়যায়দিন

লক্ষ্মীপুরে সদর উপজেলায় বিএনপির কাউন্সিলাদের প্রত্যাক্ষ ভোটে নেতা নির্বাচিত হয়েছে। আজ শুক্রবার বিকালে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নে ২ টি ওয়াডে বিএনপির কাউন্সিলরদের সরাসরি ভোটে সভাপতি সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

নির্বাচনে রিটানিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন জেলা বিএনপির সদস্য হারুনুর রশিদ হারুন আর প্রিসাইডিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করেন সদর উপজেলা পশ্চিম বিএনপির যুগ্ন- আহবায়ক মহিউদ্দিন বিটু।

পার্বতী নগর ইউনিয়নের ৩ নংওয়াডের সভাপতি নির্বাচিত হন আব্দুল মতিন, সাধরণ সম্পাদক মোশারফ হোসেন সাংগঠনিক সম্পাদক মো ইউছুফ আর ৪ নং ওয়াডে সভাপতি নির্বাচিত হন মো মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক জহিরুল আলম, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম। কাউন্সিলররা ভোট দিয়ে নেতা নির্বাচিত করতে পেরে আনন্দ প্রকাশ করেন।

ভোটের কাযর্ক্রম পরিদর্শন করেন সদর উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল করুম ভূইয়া মিজান, যুগ্ন- আহবায়ক মাহবুবুর রহমান খোকন, সদস্য সচিব কামুরজ্জামান সোহেল, যুগ্ন- আহবায়ক জহিরুল ইসলাম, জামাল হোসেন সহ প্রমুখ।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে