গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১০টি দোকান। এতে ব্যবসায়ীদের অন্ততঃ ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার ভোর রাত সাড়ে ৩টার দিকে উপজেলার কুশলা বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
কোটালীপাড়া ফায়ার সার্ভিসের লিডার সিরাজুল ইসলাম জানান, রাত সাড়ে ৩টার দিকে কুশলা বাজারের একটি দোকান থেকে বৈদ্যুতিক শটসার্কিট মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে ওই বাজারের ১০টি দোকান পুড়ে যায়।
পরে খবর পেয়ে কোটালীপাড়া উপজেলা ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আড়াই ঘন্টা পর সকাল ৬টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়। এ অগ্নিকান্ডে ৪টি চায়ের দোকান এবং ১টি করে মুদি, ফার্মেসী, অফিস, সেলুন, ফল ও মোবাইলের দোকান পুড়ে যাওয়ায় অন্তত ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করছে ফায়ার সার্ভিস।
যাযাদি/ এসএম