শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

ভারতে মুসলিমদের ওপর হামলা-ভাঙচুরের প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ

পঞ্চগড় প্রতিনিধি
  ২৫ এপ্রিল ২০২৫, ১৯:৪৫
ভারতে মুসলিমদের ওপর হামলা-ভাঙচুরের প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ
ছবি: যায়যায়দিন

ভারতে উগ্রবাদী সন্ত্রাসী হিন্দু সম্প্রদায় কর্তৃক মুসলমানদের উপর নির্যাতন-হত্যা, পথে-ঘাটে বস্ত্রহরণসহ মসজিদ-মাদ্রাসা, বাড়ী-ঘর ভাঙচুর ও অগ্নি সংযোগ করার প্রতিবাদে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল করেছে মুসল্লিরা।

শুক্রবার জুমআর নামাজের পর ওই বিক্ষোভ মিছিলের আয়োজন করে সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদ পঞ্চগড় ও ঈমান আক্বিদা রক্ষা কমিটি পঞ্চগড়। নামাজের পর বিভিন্ন ব্যানার নিয়ে মুসল্লিরা বিভিন্ন মসজিদ থেকে বের হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেরে বাংলা পার্ক চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে মুসল্লিদের পাশাপাশি বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন।

সমাবেশে বক্তারা ভারতে উগ্রবাদী সন্ত্রাসী হিন্দু সম্প্রদায় কর্তৃক মুসলমানদের উপর নির্যাতন-হত্যা, পথে-ঘাটে বস্ত্রহরণসহ মসজিদ-মাদ্রাসা, বাড়ী-ঘর ভাঙচুর ও অগ্নি সংযোগের অভিযোগে প্রতিবাদ জানান। বক্তারা অতিলম্বে সরকারের মাধ্যমে ও জাতিসংঘসহ আর্ন্তাতিক মহলের মাধ্যমে ভারতের মুসলিমদের উপর এই বর্বরোচিত কর্মকান্ড বন্ধের দাবি জানান। বক্তারা সেই সাথে ফিলিস্তিনের বর্তমান অবস্থা তুলে ধরে বলেন এই মুহূর্ত থেকে ভারতসহ ইসরাইলি পণ্য আমাদের বয়কট করতে হবে। এতে বাংলাদেশের বিক্রেতা ও ক্রেতা উভয়কে ঐক্য করে ইসলামের শত্রæদের বিপক্ষে থাকা সকলের ঈমানী দায়িত্ব বলেও জানান তারা। অতিবিলম্বে ভারত ও ফিলিস্তিনের মুসলমানদের উপর নির্যাতন বন্ধ করা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

এতে সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদ পঞ্চগড় ও ঈমান আক্বিদা রক্ষা কমিটি পঞ্চগড়ের সাধারণ সম্পাদক ক্বারী মোঃ আব্দুল্লাহ, সম্মিলিত খতমে নবুওয়ত সংরক্ষণ পরিষদের প্রচার সম্পাদক হাফেজ মীর মুর্শিদ তুহিন, দপ্তর সম্পাদক নুর আলম, হাফেজ লিয়াকত আলী, হাফেজ সোহেল রানা, গণ অধিকার পরিষদের মাহফুজুর রহমান প্রমূখ বক্তব্য দেন।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে