আড়াইহাজারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৬

প্রকাশ | ২৫ এপ্রিল ২০২৫, ১৭:৫৬

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পুলিশ ও র‍্যাবের অভিযানে একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি জহিরুলসহ ৬ আসামিকে গ্রেফতার করে শুক্রবার সকালে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করেছে পুলিশ। 

গ্রেফতারকৃতরা হচ্ছে- জিআর মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বাজবী এলাকার জহিরুল হক(৪০)সিআর ওয়ারেন্টভুক্ত আসামী৪ জন। এরা হলো, মোঃ হানিফা(৪৫),  মোঃ সিয়াম,  রেহেন(৫৫), ও আবুল হোসেন (৪০)। তা ছাড়া পুলিশ আইনের ৩৪ ধারায় গ্রেফাতারকৃত আসামী মোঃ জসিম (৩৫) । 

আড়াইহাজার থানা পুলিশ বিষয়টি নিশ্চিৎ করে জানায়, তাদেরকে তাদের নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

যাযাদি/ এসএম