শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

জব্বারের বলী খেলা শুরু

চট্টগ্রাম ব্যুরো
  ২৫ এপ্রিল ২০২৫, ১৭:৩৪
জব্বারের বলী খেলা শুরু
ছবি: যায়যায়দিন

চট্টগ্রাম নগরের লালদিঘি ময়দানে শুরু হয়েছে শত বছরের ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলীখেলা। আজ শুক্রবার (২৫ এপ্রিল) বিকেল ৪টায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজ বেলুন উড়িয়ে ১১৬তম জব্বারের বলী খেলার উদ্বোধন করেন। এরপরই শুরু হয় বলীদের লড়াই। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

চলতি আসরে অংশ নিয়েছেন ১২০ জন বলী, যাদের বেশিরভাগই তরুণ ও যুবক। মঞ্চে বলীরা নিজেদের সর্বোচ্চ শক্তি দেখিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন। মাঠের চারপাশে হাজারো দর্শক করতালি, সিটি আর উল্লাসে উৎসাহ দিচ্ছেন পছন্দের বলীদের।

বলীদের লড়াইয়ের পাশাপাশি জমে উঠেছে দর্শক-উৎসবও। শিশু-কিশোর থেকে শুরু করে নানা বয়সী দর্শনার্থী ভিড় করেছেন লালদীঘি প্রাঙ্গণে। কারও হাতে রঙিন বেলুন, কারও কাঁধে শিশু-চারপাশে শুধুই উৎসবের আমেজ।

এদিকে, বলীখেলা উপলক্ষে প্রতিবারের মতো এবারও শুরু হয়েছে তিনদিনের বৈশাখী মেলা। গতকাল থেকে শুরু হওয়া মেলা চলবে আগামীকাল শনিবার ২৬ এপ্রিল পর্যন্ত। দেশের বিভিন্ন স্থানে উৎপাদিত লোকজ পণ্যে এরইমধ্যে জমজমাট এই মেলা। লালদিঘির আশপাশের এলাকায় পসরা সাজিয়ে বসেছেন প্রত্যন্ত অঞ্চল থেকে আসা ব্যবসায়ীরা।

ফুলের ঝাড়ু-হাতপাখা, বেতের তৈরি খাঁচা কিংবা মাটির তৈরি তৈজসপত্র- সবকিছুই সাজানো হয়েছে থরে থরে। পোড়ামাটির ফুলের টব, জগ, গ্লাস, শোপিস, হাতপাখা, শীতলপাটি, দা-বঁটি, খেলনা, টমটমের গাড়ি, শিমুল তুলা, সংসারের টুকিটাকি থেকে শুরু করে ফলসহ গাছের চারা বিক্রির জন্য নিয়ে এসেছেন প্রত্যন্ত অঞ্চলের বেপারি, দোকানি ও গৃহস্থরা। ধীরে ধীরে জমতে শুরু করেছে বিকিকিনি।

প্রসঙ্গত, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বাঙালি যুব সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করতে চট্টগ্রামের বক্সীরহাটের বিশিষ্ট বণিক ও চট্টগ্রাম শহরের বদরপাতির বাসিন্দা আবদুল জব্বার সওদাগর কুস্তির প্রবর্তন করেন; যা চট্টগ্রাম অঞ্চলে বলীখেলা নামে পরিচিত। ১৯০৯ খ্রিস্টাব্দে বাংলা ১৩১৬ সনের ১২ বৈশাখ নিজ নামে লালদিঘির মাঠে এই বলীখেলার সূচনা করেন তিনি।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে