শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

চাটমোহরে চাল আটকের ঘটনায় কৃষকদল নেতা বহিস্কার

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
  ২৫ এপ্রিল ২০২৫, ১৬:৫০
চাটমোহরে চাল আটকের ঘটনায় কৃষকদল নেতা বহিস্কার
ছবি: যায়যায়দিন

পাবনার চাটমোহরে খাদ্যবান্ধব কর্মসূচির চাউল বিক্রি করতে নিয়ে যাওয়ার সময় এলাকাবাসীর হাতে আটক জাতীয়তাবাদী কৃষক দল নেতা সেলিম রেজাকে দল থেকে বহিস্কার করা হয়েছে। জাতীয়তাবাদী কৃষকদল ভাঙ্গুড়া উপজেলা শাখার সভাপতি আখিরুজ্জামান মাসুম ও সাধারণ সম্পাদক আব্দুল মালেক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়। সেলিম রেজা ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন কৃষক দলের আহবায়ক।

জানাগেছে,সম্প্রতি অষ্টমনিষা ইউনিয়নের হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির ৩০ বস্তা চাউল চাটমোহরের রেলবাজারে ব্যবসায়ী আঃ কুদ্দুস সরকারের কাছে বিক্রি করা হয়।

গত সোমবার (২১ এপ্রিল)বেলা ২টার দিকে সেই চাউল একটি অটোভ্যানযোগে অষ্টমনিষা থেকে চাটমোহর রেলবাজারে নিয়ে যাওয়া হচ্ছিল।বিষয়টি জানতে পেরে চাটমোহর পৌর শহরের জারদিস মোড় এলাকার নিশিপাড়া মোড়ে সরকারি সীলমোহরযুক্ত ৩০ বস্তা চাউলসহ অটোভ্যান চালককে আটক করে স্থানীয়রা।

চাউলগুলো কোথায় কার এবং কোথায় যাবে? স্থানীয়দের এমন প্রশ্নে একেক সময় একেক কথা বলেন ওই ভ্যানচালক আঃ রাজ্জাক। পরে সেলিম রেজা এসে নিজেকে কৃষকদলের নেতা পরিচয় দিয়ে চাউলগুলো তিনি কিনেছেন এবং সেগুলো তার বলে জানান।

এসময় স্থানীয়দের সন্দেহ হয় এবং চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরীকে বিষয়টি জানালে তিনি ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ওই এলাকা থেকে সটকে পড়েন কৃষক দল নেতা সেলিম। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে জব্দকৃত চাউল দাম নির্ধারণ করে নিলামের মাধ্যমে ৩০ হাজার টাকায় বিক্রি করে সরকারি কোষাগারে জমা করেন।

এদিকে এই ঘটনার পর উপজেলা জুড়ে সমালোচনার ঝড় বাইতে শুরু করে। বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশ হয়। পরে পাবনা জেলা কৃষকদলের সভাপতি আবুল হাসেম ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আফিপ এর সিদ্ধান্ত মোতাবেক ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়ন কৃষকদল নেতা সেলিম রেজাকে বহিষ্কার হয়।

বহিষ্কারের বিষয়ে ভাঙ্গুড়া উপজেলা কৃষকদলের সভাপতি আরিফুজ্জামান মাসুম বলেন,দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে অষ্টমনিষা ইউনিয়ন কৃষকদলের আহবায়ক সেলিম রেজাকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া চাউল সংক্রান্ত ঘটনার বিষয়ে দলের অন্য কেউ জড়িত আছে কিনা তা জানতে পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে