টাঙ্গাইলের দেলদুয়ারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত ব্যবসায়ীর নাম সাইফুল ইসলাম (৫০)। সে টাঙ্গাইল সদর উপজেলার সাকরাইন গ্রামের মৃত একে সাব্বির আহমেদের ছেলে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের দেলদুয়ার উপজেলার ডুবাইল ইউনিয়নের ডুবাইল গ্রামস্থ নায়েব বাড়ির মোড়ে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মাছ ব্যবসায়ী সাইফুল ইসলাম একই গ্রামের মদন চন্দ্র রাজবংশীকে সাথে নিয়ে সিএনজি চালিত অটোরিক্মা যোগে মির্জাপুরে একটি হ্যাচারীতে মাছের পোনা আনতে যাওয়ার পথে ডুবাইল গ্রামস্ত নায়েব বাড়ী মোড়ের সামনে আসলে পিছন দিক থেকে একটি মোটরসাইকেলে তিনজন অজ্ঞাত নামা ছিনতাইকারী এসে তাদের গতিরোধ করে। তাদের সাথে থাকা ছুরি দিয়ে ভয় দেখিয়ে কার কাছে কি আছে দিতে বলে। তখন ভিকটিম সাইফুল ইসলাম টাকা দিতে অস্বীকার করলে ছিনতাইকারীরা সাইফুলের পেটে ছুরি দিয়ে আঘাত করে তার সাথে থাকা ৩০ হাজার টাকা ও দুইটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। সাইফুল ইসলামকে তার সাথে থাকা লোকেরা টাঙ্গাইল সদর হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ সোয়েব খান বলেন, মামলা প্রক্রিয়াধীন আছে। আসামিদের গ্রেফতার করতে পুলিশের বিভিন্ন ইউনিট কাজ শুরু করেছে।