শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

ঈশ্বরদীতে চর দখল নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ ৪

পাবনা প্রতিনিধি
  ২৫ এপ্রিল ২০২৫, ১৬:৪১
ঈশ্বরদীতে চর দখল নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ ৪
ছবি: যায়যায়দিন

পাবনার ঈশ্বরদী উপজেলার ডিগ্রির চর দখলকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে ৪ জন গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার সকাল এগাোরটার দিকে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের ডিগ্রির চরে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা হলেন, পিল্লু (২৫), ছুবাইল (২৪), আসিফ (২০) ও আলম (২৭)। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদের মধ্যে গুরুতর আহত পিল্লু ও ছুবাইলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহতরা সবাই বিএনপি সমর্থক।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঈশ্বরদী উপজেলার ডিগ্রীর চর এতদিন দখল করে রেখেছিল পতিত আওয়ামী লীগ সরকারের সমর্থক কর্মীরা। ৫ আগস্ট এর পর তালা পলাতক রয়েছে। গত পহেলা বৈশাখ থেকে ডিগ্রীর চর সরকার থেকে লিজ নেযন আকাত আলী শেখ। পলাতক থাকা আওয়ামীলীগ সমর্থকরা মাঝে মধ্যেই নানাভাবে হুমকি ধামকি দিয়ে আসছিল।

শুক্রবার সকালে আত্মীয় স্বজন ও এলাকাবাসী নিয়ে ডিগ্রীর চর নিজেদের দখলে নিতে যান বিএনপি সমর্থক আকাত আলী শেখ। এ সময় পাশের কলাবাগানের ভেতর থেকে আওয়ামী সমর্থক মকুল মেম্বর, তরিকুল মেম্বর, ও শফি মিরের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন অস্ত্র দিয়ে এই হামলা ও গুলিবর্ষণ করে।

এ সময় চারজন গুলিবিদ্ধ হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে