বরগুনার আমতলী পৌর যুবলীগের সাবেক সভাপতি এ্যাডভোকেট মো: আরিফুল ইসলাম সহ ০২ জন ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে আমতলী থানা পুলিশ ।
বুধবার সন্ধ্যা ০৭টায় তাদের গ্রেপ্তার করা হয় । গ্রেফতারকৃত অন্য নেতারা হল আঠারোগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো: হাসিবুর রহমান হাসিব(২৬) ,আমতলী উপজেলা ছাত্রলীগর সদস্য মো: মিরাজ (২৫) ।
আমতলী থানার অফিসার ইন চার্জ মো: আরিফুল ইসলাম জানান, তারা ঝটিকা মিছিল করার প্রস্তুতি গ্রহণ করছিল । গোপন সংবাদের ভিত্তিতে তাদের কে গ্রেফতার করা হয় । বৃহস্পতিবার সকালে তাদের আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর আদালতে হাজির করা হলে ইফতি হাসান ইমরানের আদালত এ্যাড, আরিফুল হাসান এর জামিন মঞ্জুর করেন ও অন্য আসামীদের জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
যাযাদি/ এসএম