চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ডাঙ্গারচর ৯নং বিওসি ঘাট ও সল্টগোলা ঘাটে নৌকা ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থী ও স্থানীয়রা।
শুক্রবার (২৫ এপ্রিল) সকালে উপজেলার ডাঙ্গারচর বিওসি ঘাট এলাকায় ডাঙ্গারচরের সর্বস্তরের জন সাধারণের ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ডাঙ্গারচর নিরাপদ নৌ যাত্রী পারাপার কল্যাণ সমিতির আহবায়ক আবদুল মোতালেবের সভাপতিত্বে ও বন্দর মহিলা কলেজের শিক্ষক মোহাম্মদ মহিউদ্দিনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, জুলধা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা মোহাম্মদ মুছা,সাধারণ সম্পাদক মোঃ জমির,সমাজসেবক মোহাম্মদ হারুন,জুলধা ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক সোলায়মান মিয়াজী, ডাঙ্গারচর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ হারুন,সম্পাদক মোহাম্মদ হোসেন, স্থানীয় ইউপি সদস্য শিপ্রা রানী দে, স্কুল শিক্ষক কায়সার, ঘাটের সাব ইজারাদার আল ফয়সাল, ছাত্র প্রতিনিধি সেলিম রেজা, রিফাত, রাফাত, ব্যাংকার আবদুল হালিম, যুবদল নেতা মোঃ সাদ্দাম, জসিম মিয়াজী, ইমরান হোসাইন, ইঞ্জিনিয়ার হেলাল, আবদুল গফুর,তাহসান ইসলাম আতিক, মোহাম্মদ আসিফ,আজিম উদ্দিন, নিজাম উদ্দিন, আশরাফুল ইসলাম, আরফান সাগর, শাহিন প্রমুখ।
বক্তারা বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন পরিচালিত কর্ণফুলী নদীতে খেয়াঘাটের ভাড়া বৃদ্ধি সম্পন্ন অযৌক্তিক। এই ভাড়া বৃদ্ধির ফলে বিপাকে পড়েন শিক্ষার্থী ও স্বল্প আয়ের পেশাজীবি সহ নানান শ্রেণী পেশার মানুষ। অবিলম্বে অযৌক্তিক বাড়তি ভাড়া প্রত্যাহার করে পূর্বের ১৫ টাকা বহাল না করলে সিটি করপোরেশন অফিস ঘেরাও সহ কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
বিক্ষোভ সমাবেশে কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, কর্মজীবি, পেশাজীবি ও ছাত্র জনতা সহ পাঁচ শতাধিক নারী পুরুষ উপস্থিত ছিলেন।
যাযাদি/ এসএম