ফেনীর ফুলগাজীতে চুলে ব্যবহারের বিপুল পরিমাণ ভারতীয় তৈরি তেলসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ওই ব্যক্তির নাম মো. আবদুল আল কাওসার (২৬)। সে পরশুরাম উপজেলার বাউরখুমা গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার আমজাদহাট ইউনিয়নের উত্তর ধর্মপুর এলাকা থেকে এসব ভারতীয় তেলসহ তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আমজাদ হাট ইউনিয়নের উত্তর ধর্মপুর এলাকায় অভিযান চালিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা থেকে চুলে ব্যবহারের ডাবর আমলা ও এমামি নামে ১৫ শত ৮৫ পিস অবৈধ ভারতীয় চুলের তেল উদ্ধার করেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ আবদুল আল কাওসার (২৬) নামে একজনকে গ্রেপ্তার করেছে।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান একজনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুক্রবার (২৫ এপ্রিল) দুপুরে আসামিকে ফেনীর বিচারিক হাকিম আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
যাযাদি/ এসএম