জগন্নাথপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার বীজ বিতরণ
প্রকাশ | ২৫ এপ্রিল ২০২৫, ১৫:০৮

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ২০২৪-২০২৫ অর্থবছরে কৃষি প্রণোদনার আওতায় খরিফ ২০২৫-২৬ মৌসুমে আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১০ টায় জগন্নাথপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রাঙ্গনে বিনামূল্যে সার ও বীজ বিতরণের উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহ।
এসময় জগন্নাথপুর উপজেলা কৃষি অফিসার কাওসার আহমদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মো, আল আমিন, কৃর্ষি কর্মকর্তা রাজন আকন্দ সহ উপ-সহকারী কৃষি অফিসারবৃন্দ ও উপকার ভোগী কৃষকরা উপস্থিত ছিলেন। চলতি আউশ চাষাবাদের মৌসুমে জগন্নাথপুর উপজেলার ১ হাজার কৃষককে ৫কেজি বীজ, ডিএপি ১০ কেজি ও এমওপি রাসায়নিক সার ১০ কেজি করে প্রণোদনা দেওয়া হবে।