ধামইরহাটে দূর্বৃত্তের হামলায় ছাগল ব্যবসায়ী খুন
প্রকাশ | ২৫ এপ্রিল ২০২৫, ১২:৩৭

নওগাঁর ধামইরহাটে দূর্বৃত্তের হামলায় এক ছাগল ব্যবসায়ী খুন হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে বড়থা বাজার থেকে বাড়ী ফেরার পথে দূর্বৃত্তের হামলার শিকার হন ছাগল ব্যবসায়ী উজ্জল হোসেন। হামলার পর পরই স্থানীয়রা তাকে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক বংশিবাটি গ্রামের সাইদুল ইসলামের ছেলে মো. উজ্জল হোসেন (৩০) কে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা তাকে সন্ধার পর বড়থা বাজারে দেখেছেন এবং সে বিভিন্ন গ্রামে ও হাটে ছাগল ব্যবসা করতেন বলে জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯ টার পর আড়ানগর ইউনিয়নের অধীন বড়থা বাজার থেকে নিজ বাড়ী যাওয়ার পথে শিমুলতলী এলাকায় উজ্জলকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন মোটরসাইকেল আরোহী স্থানীয় জাহিদ হাসান, এ সময় একটি ভ্যান সেখানে উপস্থিত হয়ে জখমী উজ্জলকে উদ্ধার করে প্রথমে বড়থা বাজার পরে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। নিহত উজ্জল হোসেন ১ ছেলে ও ১ মেয়ে সন্তানের জনক, স্বামীকে হারিয়ে দিশেহারা তার স্ত্রী শাকিলা। তবে উজ্জল হোসেনের মা নাসিমা ও বড় চাচা জাইদুল ইসলাম মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।
থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন এবং ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে বলে পত্নীতলার থানার ওসি শাহ মো. এনায়েতুর রহমান জানান। তবে সন্দেহভাজন আরিফ হোসেনও সাগর নামে ২ জনকে জিজ্ঞাসা বাদের জন্য থানায় আনা হয়েছে মর্মে ধামইরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম জানান।