ঢাকায় আগামীকাল শনিবার সমাবেশ করার অনুমতি না দেওয়ায় চট্টগ্রাম নগরে বিক্ষোভ করেছে সুন্নী জনতা। বিক্ষোভের কারণে মুরাদপুর এলাকায় যানজটের সৃষ্টি হয়।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত সাড়ে ১০টায় নগরের মুরাদপুর এলাকায় এ বিক্ষোভ করেন তারা। রাত একটার দিকে অবরোধ প্রত্যাহার করা হয়।
আন্দোলনকারীরা জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা রাস্তায় থাকবেন। সবার দাবি, ঢাকায় কর্মসূচির অনুমতি দিতে হবে।
বিক্ষোভে অংশ নেওয়া এক আলেম বলেন, সরকার কোনো কারণ ছাড়াই আমাদের সমাবেশ করার অনুমতি দেয়নি। আমদের সমাবেশ করার অধিকার আছে। আমাদের গণজোয়ারকে থামানোর জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা চট্টগ্রামের রাজপথ থেকে ঘোষণা দিতে চাই আমরা সরকারের এ ঘোষণা মানি না। ২৬ তারিখ আমরা ঢাকা যাব।
এদিকে অবরোধের কারণে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বহদ্দারহাট, মুরাদপুর, দুই নম্বর গেটসহ আশপাশের এলাকার সড়ক অচল হয়ে পড়ে। এতে যাত্রীরা দুর্ভোগে পড়েন। পরে রাত একটার দিকে অবরোধ প্রত্যাহার করা হয়।
প্রসঙ্গত, আগামী ২৬ এপ্রিল শনিবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ‘ম্যাস গ্যাদারিং ফর প্যালেস্টাইন’ কর্মসূচির ডাক দেন দেশের পীর-মাশায়েক, সুন্নি-জনতা। তবে সেটির অনুমতি দেওয়া হয়নি। এর প্রতিবাদে সড়ক অবরোধ করা হয়।