শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

কলমাকান্দায় বারসিক’র মতবিনিময়

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি
  ২৫ এপ্রিল ২০২৫, ১১:২০
কলমাকান্দায় বারসিক’র মতবিনিময়
ছবি: যায়যায়দিন

কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী চন্দ্রডিঙ্গা গ্রামে বারসিক এর উদ্যোগে বালুসহনশীল ফসল চাষীদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সীমান্তবর্তী এলাকায় পাহাড়ী ঢলের সাথে আসা বালি পাথরে অনেক আবাদী জমি ভরাট হয়ে গেছে। সেসব বালুময় জমিগুলোতে চাষাবাদ এখন অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে পড়েছে। এসব এলাকার মাটি অত্যধিক বালুময় হওয়ায় পানি ধারণ ক্ষমতা কম, ফলে প্রচলিত ফসল চাষে ফলন আশানুরূপ হয় না। তাছাড়া জলবায়ু পরিবর্তনের প্রভাবে খরা, অনিয়মিত বৃষ্টি, পাহাড়ী ঢল, অতি বৃষ্টি এবং ছড়া ভাঙনের মতো প্রাকৃতিক দুর্যোগ চাষীদের জীবিকা নির্বাহে বাধা সৃষ্টি করছে।

তবে সাম্প্রতিক বছরগুলোতে গবেষণা প্রতিষ্ঠান বারসিক এর উদ্যোগে কিছু বালুসহনশীল ফসল নির্বাচন করা সম্ভব হয়েছে, যেমন বাদাম, ভূট্টা, মিষ্টি আলু, আখ, ইত্যাদি । গবেষণা করে বালুসহনশীল জাত নির্বাচনের ফলে এইসব জমিতে বালুসহনশীল ফসল চাষের সম্ভাবনা সৃষ্টি হয়েছে। অনেক চাষী স্বল্প পুঁজি ও সীমিত জ্ঞান নিয়ে এসব ফসল চাষে অগ্রসর হচ্ছেন। তাদের অভিজ্ঞতা, সমস্যা ও সুপারিশ সরাসরি শোনা এবং প্রাসঙ্গিক সমাধান খোঁজার লক্ষ্যেই এই মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। এখানে সম্পদ ব্যক্তি হিসেবে উপস্থিত ছিলেন মো: নজরুল ইসলাম যিনি দীর্ঘদিন ধরে বালুসহনশীল বিভিন্ন ধরণের ফসল চাষ করে আসছেন এবং আখ ও বাদাম চাষে যার রয়েছে দীর্ঘ দিনের অভিজ্ঞতা ও দক্ষতা।

এ সময় উপস্থিত ছিলেন বারসিক এর উপজেলা সমন্বয়কারী গুঞ্জন রেমা, সম্পদ ব্যক্তি আব্দুল মোতলিব, নজরুল ইসলাম, পরিমল রেমা, গ্রেগরী, সাহাবুদ্দিনসহ মোট ১৪ জন কৃষক-কৃষাণী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে