মিষ্টি পানি সংরক্ষণ ও ফসল উৎপাদন বৃদ্ধিতে অন্তাখালী খাল পুনঃখনন

প্রকাশ | ২৫ এপ্রিল ২০২৫, ১১:১৬

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন সংলগ্ন রমজাননগর ইউপির অন্তাখালী খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকালে প্রায় ৩ কি:মি: দীর্ঘ  খালের পুনঃখনন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছা. রনী খাতুন।

প্রধান অতিথি বক্তব্যে বলেন উপকূলীয় লবণাক্ত এলাকায়  খালটি সিডিউল অনুযায়ী পুনঃখনন হলে জনস্বার্থে মিষ্টি পানির আধার হিসেবে ধান, মাছ ও সবজি চাষে ব্যাপক উপকার হবে, আমিষের চাহিদা অনেকাংশে পূরণ হবে, জলাবদ্ধতা নিরসন হবে।

 রমজাননগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আব্দুল হামিদ (লাল্টু)এর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে প্রদান করেন সিএনআরএস-এর ফিল্ড ম্যানেজার স্বরণ কুমার চৌহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি অফিসার নাজমুল হুদা, শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সম্পাদক মোস্তফা কামাল, রিপোর্টাস ক্লাবের সভাপতি গাজী আল ইমরান, ইউপি সদস্য ফারুক হোসেনসহ ইউপি সদসবৃন্দ।

সুইডিশ দূতাবাসের অর্থায়নে সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ এর বাস্তবায়নে  এ সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  মেহজাবিন মৌ,  নাজিম আহমেদ,  মোজাফফর হোসেন, সুমন হোসেন, রোজিনা খাতুন, মায়ারাণী, বিরেন্দ্র সূত্রধর,আব্দুর রাজ্জাক প্রমুখ।