শেরপুরে মাদরাসায় সন্ত্রাসী হামলা: আহত ৫, অস্ত্রসহ আটক ৩
প্রকাশ | ২৫ এপ্রিল ২০২৫, ১০:২৮

শেরপুরে জামেয়াতুল ফালাহ মাদরাসায় সন্ত্রাসী হামলার খবর পাওয়া গেছে। এ ঘটনায় মাদরাসা মোহতামিসহ ৫জন আহত হয়েছেন। আহতরা হলেন, মাদ্রাসার মোহতামিম মুফতি ওয়াজিরুল ইসলাম(৪০), শিক্ষক মাওলানা গিলমান আহমদ (৩৮), অফিস সহকারী রাহেল আহমদ (২৭), স্থানীয় জুয়েল আহমদ (৩৫) ও দিলাল আহমদ ২৫)।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আবাসিক এলাকাস্থ জামেয়াতুল ফালাহ মাদরাসার সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর দুপুরে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে একটি পাইপগান ও দেশীয় অস্ত্রসহ হামলাকারী মো. চাঁন মিয়া (৫০), আব্দুল হামিদ (৩০) ও খালেদ মিয়া(২৮)কে তাদের নিজ বাড়ী থেকে আটক করা হয়। তিনি নবীগঞ্জ থানার পাহাড়পুর এলাকার বাসিন্দা। বর্তমানে শেরপুর আবাসিক এলাকায় তিনি বসবাস করে আসছেন।
জানা গেছে, সম্প্রতি মাদরাসার পার্শবর্তী মোঃ চাঁন মিয়াগং পানি যাওয়ার পথ বন্ধ করে প্রতিবন্ধকতা তৈরী করে রাখলে গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বিষয়টি নিয়ে স্থানীয়রা সালিশে বসার কথা ছিল। কিন্তু সালিশ বসার আগেই মোঃ চাঁন মিয়া তার ছেলে শাহ আলম, ভাগনা আজাদ ও হাবিবকে নিয়ে অস্ত্রসস্ত্র দিয়ে মাদরাসা শিক্ষকদের উপর হামলা চালায়। খবর পেয়ে মৌলভীবাজার থানা পুলিশ ও সেনা ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে চাঁন মিয়ার বাড়িতে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র ও একটি পাইপগান সহ তাকে আটক করা হয়। এঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
মাদরাসার মোহতামিম মুফতি ওয়াজিরুল ইসলাম বলেন, চাঁন মিয়া মারাসার নিজস্ব জায়গার ড্রেইন বন্ধ করে রেখে প্রতিবন্ধকতা তৈরী করে রাখেন। বৃহস্পতিবার বিষয়টি সালিশে নিষ্পত্তি হওয়ার কথা ছিল। সালিশ শুরু হওয়ার আগেই সে তার ছেলে ও ভাগনাকে সাথে নিয়ে অস্ত্র দিয়ে আমাদের উপর হামলা চালায়।
শেরপুর পুলিশ ফাঁড়ি ইনচার্জ এসআই শিপু কুমার দাস, সংঘর্ষে আহত ও আগ্নেয়াস্ত্রসহ ৩জন আটকের সত্যতা নিশ্চিত করেছেন।