নীলফামারীতে বস্তায় আদা চাষ বিষয়ক প্রশিক্ষণ

প্রকাশ | ২৪ এপ্রিল ২০২৫, ২০:২৬

স্টাফ রিপোর্টার, নীলফামারী
ছবি: যায়যায়দিন

‘জলবায়ু সহনশীল প্রযুক্তি’ আয়বদ্ধক প্রতিপাদ্য নিয়ে নীলফামারীতে শুরু হয়েছে বস্তায় আদা চাষ বিষয়ক প্রশিক্ষণ। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ নীলফামারী এরিয়া অফিসের আয়োজনে সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের মাঝাপাড়া গ্রামের পরিবেশবান্ধব গ্রামের সদস্য, কৃষক পরিবারের সদস্য ও ইউপিজি সদস্যদের নিয়ে বুধবার (২৩ এপ্রিল) দিনব্যাপী বস্তায় আদা চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। 

প্রশিক্ষণ প্রদান করেন, উপসহকারী কৃষি কর্মকর্তা প্রফুল্ল রায়। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট(শিক্ষা, আরএম ও রেকর্ডরুম শাখা) সোহেলী নোশীন প্রত্যাশা, এরিয়া কো-অডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার অনুকূল চন্দ্র বর্ম্মন, প্রোগ্রাম অফিসার মৈত্রী স্নাল, টেকনিক্যাল স্পেশালিষ্ট মার্গারেট মধু প্রমূখ। প্রশিক্ষণ প্রদান শেষে পরিবেশ বান্ধব গ্রমের আয়বদ্ধক কার্যক্রম পরিদর্শণ করা হয়।