দিনাজপুরের ফুলবাড়ীতে পুকুর লীজকে কেন্দ্র করে বীর মুক্তিযোদ্ধাদের নামে কটুক্তি ও অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকদের সাথে মতবিনিময় ও সংবাদ সম্মেলন করেছেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ।
বৃহস্পতিবার (২৪এপ্রিল) বেলা ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এ সংবাদ সম্মেলন করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের লিয়াজোঁ কমিটি।
মতবিনিময় ও সংবাদ সম্মেলনে মুক্তযোদ্ধরা অভিযোগ করে বলেন, ১৯৭৮সালে তৎকালিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফুলবাড়ীতে সফরে আসলে পরিত্যাক্ত কানাহার পুকুরটি মুক্তিযোদ্ধাদের দাবির প্রেক্ষিতে লীজ প্রদান করেন। দীর্ঘ ৪৪ বছর থেকে মুক্তিযোদ্ধারা এই পুকুর সরকারী নিয়োমানুযায়ী লীজ নিয়ে ভোগ দখল করে আসছে। এর এই পুকুরের লভ্যাংশ দিয়ে মুক্তিযোদ্ধাদের আপদকালীন প্রয়োজনে ও তাদের কল্যাণে ব্যবহার হয়ে আসছে।
মুক্তিযোদ্ধারা বলেন সম্প্রতি সরকার বদলের পর পেক্ষাপট পরিবর্তন হলে জনৈক সাংবাদিক হারুন উর রশীদসহ এশটি মহল বিভিন্ন ভাবে পুকুর দখলের পায়তারা করছে। তিনি পুকুরের পাড় ভেঙে কবরস্থান বিলীন হওয়ার অভিযোগ তুলে পুকুরের মাছ তুলতে বাধা প্রদান করেন। পওে পুকুরের কেয়ারটেকার শফিকুল ইসলাম বুলুর কাছে ২৫হাজার টাকার বিনিময়ে মাছ তুলতে বাধা প্রদান থেকে বিরত থাকেন। পরে আবারো ১লক্ষ টাকা চাঁদা দাবি করেন।
এই টাকা না পেয়ে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে নানা রকম কুরুচিপূর্ন বক্তব্য ও অপপ্রচার চালাচ্ছেন। সাংবাদিক হারুন রশিদ উদ্দেশ্য প্রনীত ভাবে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী আলহাজ্ব মনসুর আলী সরকারের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদেও ১০ লক্ষ টাকা আত্মসাৎ অভিযোগ তুলে তা অপপ্রচার করেন, এতেকরে মুক্তিযোদ্ধাদের মানহানীসহ মুক্তিযোদ্ধা সম্পর্কে মানুষের নিকট ভুল ধারনা সৃষ্টি করার চেষ্ঠা করেছে ।
তারা বলেন যারা জীবন বাজী রেখে দেশ স্বাধীন করেছেন তাদেরকে ভুয়া মুক্তিযোদ্ধা বলে প্রচার কওে মুক্তিযুদ্ধকে অসম্মানীত করেছে।
মতবিনিময় সভা ও সংবাদ সম্মেলনে মতবিনিময় ও সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এছার উদ্দীন ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মোল্লা, এসময় দিনাজপুর জেলার দক্ষিন পূর্বাংশের ৬টি থানার যুদ্ধকালীন জুনিয়র কমিশন অফিসার সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মনসুর আলী সরকার, মুক্তিযোদ্ধা সংসদের লিয়াজে কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী আকন্দ, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, বীর মুক্তিযোদ্ধা জনাব আলী শাহ, বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা ইব্রাহীম প্রমুখ।
উল্লেখ্য ফুলবাড়ী উপজেলার পৌর শহরের কানাহার মৌজার ১৬ একর ৬০ শতক জমি অর্পিত ক তালিকা ভুক্ত সরকারী পুকুর, এর মধ্যে ৯ একর ৪৩ শতক জলাশয় ও ৭ একর ১৭ শতক পুকুর পাড়। পুকুরটির উত্তর ও দক্ষিনপাড়ে পৌরসভার কেন্দ্রিয় কবরস্থান হিসেবে ব্যবহার হচ্ছে, পশ্চিম পাড়ে কানাহার ঈদগাহ মাঠ ও পূর্ব পাড়ে শতাধিক ভূমিহীন পরিবার বসবাস করছে।