ব্রাহ্মণপাড়ায় ফসলী জমির মাটি কাটায় অর্থদণ্ড

প্রকাশ | ২৪ এপ্রিল ২০২৫, ১৯:১৭

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় কৃষিজমি নষ্ট করে অবৈধভাবে স্কেবেটর (ভেকু) মেশিন দিয়ে মাটি কাটার দায়ে মো. রুবেল সরকার (৩৫) নামের এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বিকালে উপজেলার চান্দলা ইউনিয়নের খামারচাড়া এলাকায় উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা। এসময় ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনায় সহায়তা করে।

দণ্ডপ্রাপ্ত রুবেল সরকার উপজেলার শিদলাই ইউনিয়নের শিদলাই গ্রামের মৃত শুক্কুর সরকারের ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের একটি দল অভিযান চালিয়ে সরেজমিনে গিয়ে অবৈধভাবে স্কেবেটর মেশিন দিয়ে মাটি কাটার প্রমাণ পান। ঘটনাস্থল থেকে স্কেবেটর চালক রুবেল সরকারকে আটক করা হলে তিনি আদালতের কাছে অপরাধ স্বীকার করেন।

এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ ফারহানা পৃথা তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(খ) ও ১৫(১) ধারায় এক লাখ টাকা অর্থদণ্ড দেন এবং ভবিষ্যতে এ ধরনের কার্যকলাপে জড়িত না হওয়ার জন্য সতর্ক করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ ফারহানা পৃথা বলেন, ‘কৃষিজমির অপব্যবহার রোধে এবং পরিবেশ রক্ষায় নিয়মিতভাবে এমন অভিযান পরিচালনা করা হচ্ছে। কেউই আইনের ঊর্ধ্বে নয়।’