বাকেরগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে এক জনের অর্থদণ্ড

প্রকাশ | ২৪ এপ্রিল ২০২৫, ১৯:১১

বাকেরগঞ্জ  (বরিশাল) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

বরিশাল বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে বাকেরগঞ্জ উপজেলা প্রশাসন । এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৫ এপ্রিল)  বাকেরগঞ্জ উপজেলার চর বিশারিকাঠী এলাকায় অভিযান পরিচালনা করেন বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি তন্ময় হালদার। 

অভিযান চলাকালে বাকেরগঞ্জ উপজেলার চরবিশারিকাঠী থেকে তেঁতুলিয়া নদী থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে একটি মামলায় একজনকে ১০০০০০/- (এক লক্ষ টাকা) অর্থদণ্ড দিয়েছেন বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি তন্ময় হালদার। অভিযান পরিচালনার সময় বাকেরগঞ্জ সরসী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল সার্বিক সহযোগিতা করেন।

অবৈধ মাটি কাটার দায়ে অর্থদণ্ড ও অভিযান সম্পর্কে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার ভূমি তন্ময় হালদার যা যায়যায়দিন কে বলেন বরিশাল জেলা প্রশাসক মহোদয়ের ও বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ এর নির্দেশনা অনুযায়ী জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে , সকলকে তথ্য দিয়ে সহযোগিতা করতে আহ্বান জানান উপজেলা সহকারী কমিশনার ভূমি তন্ময় হালদার।