বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

মিঠাপুকুরে মুয়াজ্জিন কর্তৃক অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণ

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি:
  ২৪ এপ্রিল ২০২৫, ১৮:৫৪
আপডেট  : ২৪ এপ্রিল ২০২৫, ১৯:১০
মিঠাপুকুরে মুয়াজ্জিন কর্তৃক অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণ
ফাইল ছবি

রংপুরের মিঠাপুকুরে একটি মসজিদের মুয়াজ্জিন কর্তৃক প্রতিবেশী এক অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন। ধর্ষণের শিকার ওই নারীর স্বামী বাদী হয়ে মিঠাপুকুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বুধবার ২৩-এপ্রিল রাত আনুমানিক ২টার সময় এই ঘটনা ঘটে। এর পূর্বেও ওই নারীকে একাধিকবার ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ধর্ষণের শিকার ওই নারী জানান, উপজেলার ৩ নং পায়রাবন্দ ইউনিয়নের শিংগীকুড়া গ্রামের বাসিন্দা অভিযুক্ত ইউনুস মুন্সি (৫৬) প্রায়ই তাকে কূপ্রস্তাব দিয়ে আসছিলেন। ঘটনার দিন ১৮-এপ্রিল রাত আনুমানিক ১১টার সময় ওই নারীর স্বামী, বাড়ির বাহিরে অবস্থানের সূযোগে প্রতিবেশী ইউনুস মুন্সি তার বাড়িতে প্রবেশ করে তাকে জোরপূর্বক তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন।

ধর্ষণ শেষে ওই নারীকে ইউনুস মুন্সি হুমকি ধামকি দিয়ে চলে যান। এরপর প্রায়ই তাঁকে নানান কৌশলে একাধিকবার ধর্ষণ করেন।

ওই নারীর স্বামীর অভিযোগ, তার স্ত্রী সাত মাসের অন্তঃসত্ত্বা। তিনি ব্যাটারি চালিত অটো রিক্সা চালানোর কারণে প্রতিদিন রাতে দেরীতে বাড়ি ফিরেন। ঘটনার পর থেকে তার স্ত্রী মানুষিক বিকারগ্রস্ত ছিল। কারন সম্পর্কে জানতে চাইলে তার স্ত্রী বিষয়টি তাঁকে খুলে বলেন। এরপরে তিনি কৌশলে ঘরের বাহিরে ওত পেতে থাকেন, এবং ভাতিজার সঙ্গে পরামর্শ করে অভিযুক্ত ইউনুসকে ঘরের ভিতর আটক করেন।

নামপ্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, ইউনুস মুন্সি, নিজ গ্রামে মসজিদে মুয়াজ্জিনের দায়িত্ব পালন ছাড়াও পাশ্ববর্তী একটি মসজিদের খতিব এবং মক্তবের বাচ্চাদের পড়ান। ঘটনা একেবারে সত্য। তার এমন অপকর্ম জানার পর থেকে স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ঘটনার সত্যতা জানতে অভিযুক্ত ইউনুস মুন্সির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তাদের বাড়িতে রাতে প্রবেশ করা আমার ভুল হয়েছে। যেভাবেই হউক বিষয়টি সমাধান করা হবে। তবে ধর্ষণের বিষয়টি তিনি অস্বীকার করেন।

এ বিষয়ে মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, ভিকটিম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। আইনগত ব্যবস্থা গ্রহণ এবং আসামি গ্রেফতারের চেষ্টা চলমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে