টানা পাঁচদিনের তাপপ্রবাহে চুয়াডাঙ্গায় জনজীবন বিপর্যস্ত
প্রকাশ | ২৪ এপ্রিল ২০২৫, ১৮:৩২

টানা পাঁচদিন মৃদু ও মাঝারি তাপপ্রবাহ বইছে দেশের দক্ষিন-পশ্চিমের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায়। আরো ৩/৪ দিন আবহাওয়ার এ পরিস্থিতি অব্যাহত থাকবে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষন কেন্দ্র।
এদিকে টানা তাপপ্রবাহে অনেকটা বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।
প্রচন্ড রোদ আর তীব্র গরমে বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ।
সকালে সুর্য উঠার পরপরই শুরু হচ্ছে রোদের ঝলকানি। বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে রোদের তেজ। দুপুর ১২ টার পর থেকে সুর্যের তেজের প্রখরতা বেড়ে বিকেল পর্যন্ত তাপ ছড়াচ্ছে।
খাঁ খাঁ রোদে পুড়ছে চারপাশ। সাথে ভ্যাপসা গরম।
কষ্টে পড়েছে খেটে খাওয়া মানুষ। বিশেষ করে ভ্যানচালক, দিনমজুরদের আয়ে ভাটা পড়েছে। তাপপ্রবাহে মানুষ প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছে কম।
এদিকে জেলায় শুরু হয়েছে আউশ ধান মৌসুম কাটার মওসুম। তীব্র গরম আর প্রচন্ড রোদে মাঠে কাজ করতে হিমশিম খাচ্ছে কৃষকরা।
গত ২১ এপ্রিল থেকে তাপমাত্রার পারদ বাড়তে থাকে জেলায়। ২১ এপ্রিল ছিল ৩৪.৫ ডিগ্রি, ২২ এপ্রিল ৩৬.৩ ডিগ্রী, ২৩ এপ্রিল ৩৯.৫ ডিগ্রি।
আজ ২৪ এপ্রিল ( বৃহস্পতিবার) দুপুর ১২ টায় ছিল ৩৫ ডিগ্রি। বিকেল তিনটায় তাপমাত্রায় রেকর্ড হয়েছে ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৪৬%।
চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষনাগারের ইনচার্জ জামিনুর রহমান জানান, আগামী ৩/৪ দিন এ রকম তাপমাত্রা এ অঞ্চলে বিরাজমান থাকবে। ২৮/২৮ এপ্রিলের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তখন একটু তাপমাত্রা কমতে পারে।