ধামরাইয়ে পুলিশ শ্রমিক সংঘর্ষ, আহত ২০
প্রকাশ | ২৪ এপ্রিল ২০২৫, ১৮:১২

ঢাকার ধামরাইয়ে ১৪ দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করা রেডিসন ক্যাজউয়ার ওয়্যার লি: তৈরি পোশাক কারখানার শ্রমিকেদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ আহত হয়েছে কমপক্ষে ২০ জন শ্রমিক আহত হন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিসা দেয়া হয়েছে বলে জানা যায়।
শ্রমিকরা জানান গত দুইদিন ধরে আমরা দাবি আদায়ের জন্য আনন্দোলন করে আসছিলাম।বৃহস্পতিবার বিকেলে আমরা মহাসড়ক অবরোধ করা মাত্রই পুলিশ আমাদের উপর হামলা করে। শ্রমিকদে দাবিগুলো ছিল আমাদের জি.এম চলবে না।সন্ধ্যা ৭টার পর টিফিন বিল দিতে হবে। রাত ৯ টার পর নাইট বিল দিতে হবে।কারখানার গাড়ি সবাই ব্যবহার করতে পারবে টাকা কর্তন করা যাবে না।
ঈদের ছুটি ৫দিন কেন ৩ দিন হল।মেডি কেল ছুটি পাশ করতে হবেসি.এল ছুটি ৩০দিন পাশ করতে হবেযখন তখন লোক ছাটাই করা যাবে না। প্রতিবছর সার্ভিস অনুযায়ী বেতন দিতে হবে।টিফিনের সময় ১৫মিনিট আগে ছুটি দিতে হবে। আন্দোলনের পর পরবর্তী সময় কোন লোক ছাটাই করা যাবে না। ।প্রভিডেন্ট ফান্ড থাকতে হবে। ।কাজের চাপ দিয়ে কোন লোক ছাটাই করা যাবে না কোন স্টাফ অযথা শ্রমিকদের সাথে খারাপ ব্যবহার করতে পারবে না,করলে আইনানানিক ব্যবস্থা গ্রহণ করা হবে। শ্রমিকেরা জানান, এই দাবির প্রেক্ষিতে আজ দুপুরে ২.৩০ দিকে কারখানার শ্রমিকেরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে ১৪ দফা দাবি জানান। পরে কর্তৃপক্ষ যৌক্তিক দাবির বিষয়ে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন এবং সাধারণ ছুটি ঘোষণা করে আগামীকাল বসবে বলে জানান।
এই বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কোন বক্তব্য পাওয়া যায়নি।