ডামুড্যায় পুলিশের "ওপেন হাউজ ডে" অনুষ্ঠিত

প্রকাশ | ২৪ এপ্রিল ২০২৫, ১৭:৩৭

ডামুড্যা (শরীয়তপুর) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে শরীয়তপুরের ডামুড্যায় 'পুলিশ জনতা' জনতাই পুলিশ' এই প্রতিপাদ্যে "ওপেন হাউজ ডে" অনুষ্ঠিত হয়েছে। 

 

বৃহস্পতিবার  ২৪ এপ্রিল  বেলা সাড়ে ১১ টায় ডামুড্যা থানা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শরীয়তপুর পুলিশ সুপার মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার, গোসাইরহাট সার্কেল মো. তানভীর হোসেন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মোস্তাফিজুর রহমান ভূঞা।

 

ডামুড্যা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান (মানিক) এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ডামুড্যা উপজেলা বিএনপি নেতা জিল্লুর রহমান মধু মীর, উপজেলার বিএনপির নেতা উজ্জ্বল সিকদার, উপজেলা শ্রমিকদলের সভাপতি আবুল কাসেম সরদার, উপজেলা জামায়াত ইসলামীর আমির সাইফুল ইসলাম, পৌরসভা জামাত ইসলামী আমির আতিকুর রহমান কবির, জেলা বৈষম্যবিরধী ছাত্র আন্দোলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহম্মেদ   প্রমুখ।

 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে।

 

তিনি আরও বলেন, মাদকের সঙ্গে কোনো আপোষ নেই। মাদক বিক্রেতা ও সেবনকারীসহ যে কোনো অপরাধীদের ব্যাপারে তথ্য দেওয়ার জন্য আহ্বান জানান। অনুষ্ঠানে সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।