বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

নাটোরে যুবকের দু’হাতের কব্জি কেটে নিল দূর্বৃত্তরা

নাটোর প্রতিনিধি
  ২৪ এপ্রিল ২০২৫, ১৬:৫৫
নাটোরে যুবকের দু’হাতের কব্জি কেটে নিল দূর্বৃত্তরা
ছবি: যায়যায়দিন

নাটোরের সিংড়া উপজেলায় ইসরাফিল নামে এক যুবকের দুই হাত কবজি কেটে দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার(২৪ এপ্রিল) সকালে উপজেলার হাতিয়ানদহ এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ইসরাফিল উপজেলার একই এলাকার মো. তাইজুল ইসলামের ছেলে। তিনি রাজমিস্ত্রীরর কাজ করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ অনেক বছর ধরে চাঁপাইনবাবগঞ্জ থেকে নাটোরের সিংড়া উপজেলার হাতিয়ানদহ এলাকায় বসবাস করে আসছিলেন ইসরাফিলের বাবা তাইজুল ইসলাম। দুইজনই রাজমিস্ত্রির কাজ করতেন। বৃহস্পতিবার সকালে হঠ্যৎ ইসরাফিলের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে দেখে রাস্তার ধারে দুই হাত কাটা অবস্থায় পড়ে আছে। পরে তাকে দ্রুত উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতাল নিৃযে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

সিংড়া থানার কর্মকর্তা (ওসি) আসমাউল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেন। ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তবে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, পরকিয়া বিষয়ে এ ঘটনাটি ঘটতে পারে। পুলিশ গুরুত্বের সঙ্গে এ ঘটনার তদন্ত করছে। দ্রুত সময়ে ঘটনার রহস্য জানা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে