বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

টঙ্গীতে ঝুটের গুদামে আগুন

গাজীপুর প্রতিনিধি
  ২৪ এপ্রিল ২০২৫, ১৬:০২
টঙ্গীতে ঝুটের গুদামে আগুন
ছবি: যায়যায়দিন

গাজীপুরের টঙ্গীতে একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুর পৌনে ১টার দিকে এই ঘটনা ঘটে।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার দুপুর ১২টা ৫০ মিনিটে টঙ্গীর হাজী মার্কেট বনমালা রোডে আগুন লাগার খবর আসে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তিনি আরও জানান, এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুনে পাঁচ থেকে ছয় হাজার স্কয়ার ফুটের ঝুট গুদামটি পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে জানা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে