আড়াইহাজারে বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যানের মৃত্যু

প্রকাশ | ২৪ এপ্রিল ২০২৫, ১৫:৩৭

আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি -২ এর আওতাধীন গোপালদী জোনাল অফিসের কালাপাহাড়িয়া সাব সেন্টারের লাইন ম্যান রিমন মৃধা (২৯) নামে এক বিদ্যুৎ কর্মী কালাপাহাড়িয়া ইউনিয়নের উলুকান্দি এলাকায় লাইনের কাজ করা সময় বিদ্যুৎ স্পৃষ্টে নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহষ্পতিবার (২৪ এপ্রিল) দুপুর অনুমান সাড়ে ১২টায়। 

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর জরুরী বিভাগ এবং গোপালদী জোনাল অফিস সূত্রে জানা যায় যে, ঘটনার সময় রিমন মৃধা উলুকান্দি এলাকায় বিদ্যুৎ লাইনের কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্টে গুরুতর আহত হন। তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নিহত  রিমন মৃধা গাইবান্ধা সদর থানার তুলশি ঘাটা এলাকার হাসান মৃধার পুত্র বলে বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেচে।