সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আমিনুল ইসলাম।
মঙ্গলবার (২২ এপ্রিল) সিলেট রেঞ্জ কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় তাকে সম্মাননা ও পুরস্কার প্রদান করেন সিলেট রেঞ্জের ডিআইজি মো: মুশফেকুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট রেঞ্জের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, সিলেট বিভাগের চার জেলার পুলিশ সুপারসহ অন্যান্য কর্মকর্তারা।
ওসি মো: আমিনুল ইসলাম এর আগে গত ১৭ এপ্রিল মৌলভীবাজার জেলা পুলিশের কল্যাণ সভায় গত মার্চ মাসে শ্রীমঙ্গল থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হন।
সিলেট বিভাগের শ্রেষ্ঠ ওসি মনোনীত হওয়ায় মো: আমিনুল ইসলাম ঊর্ধ্বতন সকল কর্মকর্তা এবং শ্রীমঙ্গল থানা এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করায় শ্রীমঙ্গল থানায় কর্মরত সকল কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মঙ্গলবার সিলেট রেঞ্জের মার্চ-২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মুশফেকুর রহমান। সঞ্চালনা করেন জনাব নাছির উদ্দিন আহমেদ, পুলিশ সুপার, (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), (ইন্টেলিজেন্স অ্যান্ড ক্রাইম ম্যানেজমেন্ট), রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, সিলেট। শুরুতেই ডিআইজি মুশফেকুর রহমান উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে অপরাধ পর্যালোচনা সভা শুরু করেন।
সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলা পর্যালোচনা পূর্বক পুলিশ কর্মকর্তাবৃন্দের উদ্দেশ্যে অপরাধ প্রতিরোধের বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।
বিষয়টি নিশ্চত করে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম যায়যায়দিনকে বলেন, গত ১৭ এপ্রিল জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় অভিন্ন মানদন্ডে জেলার শ্রেষ্ঠ ওসি হিসাবে আমাকে মনোনীত করা হয়। এবং গত ২২ এপ্রিল মঙ্গলবার সিলেট রেঞ্জ কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় আমাকে সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মনোনীত করায় কৃতজ্ঞতা প্রকাশ করছি সিলেট রেঞ্জের সুযোগ্য ডিআইজি মো: মুশফেকুর রহমান মহোদয় ও জেলার সুযোগ্য পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন, পিপিএম -সেবা মহোদয়কে।
তিনি আরো আরও জানান, মার্চ মাসে জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন আমাদের শ্রীমঙ্গল থানারই এসআই (নিঃ) অলক বিহারী গুণ।