কাবিখা, কাবিটা ও টিআর প্রকল্পে অনিয়ম হলে কাউকে ছাড় নয় :  ইউএনও এরশাদুল

প্রকাশ | ২৪ এপ্রিল ২০২৫, ১৫:০২

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ২০২৪-২০২৫ অর্থ বছরে কাবিটা, কাবিখা, টিআর কর্মসূচীর আওতায় ১শ ৯৩ টি প্রকল্পের কাজ দীর্ঘদিন পর স্বচ্ছতার সাথে হচ্ছে জানান স্থানীয়রা। 

আর সেই প্রকল্পের কাজ নিয়মিত পরিদর্শন করছেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. এরশাদুল আহমেদ ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম। গত সোমবার থেকে প্রতিদিন ইউনিয়নে ইউনিয়নে ঘুরে ওই সমস্ত প্রকল্পের কাজ পরিদর্শন করেন তারা। 

এসময় প্রতিটি প্রকল্প সভাপতিকে কঠিন নির্দেশনা দেন যেনো কোন প্রকার অনিয়ম না হয়। যদি হয় তাহলে কাউকে ছাড় দেওয়া হবে না এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে কঠিন হুশিয়ারি দেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা।  

এদিকে প্রতিটি ইউনিয়নের সবকটি প্রকল্প প্রতিদিন ঘুরে ঘুরে তদারকি করছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, তিনি বলেন, টি আর, কাবিখা ও কাবিটার সকল প্রকল্পগুলো যেনো স্বচ্ছতার সাথে হয় তাই প্রতিদিন তদারকি করছি। সবকটি প্রকল্পের সভাপতিদের কড়া বার্তা দেওয়া হয়েছে যেনো কোন প্রকার অনিয়ম না হয়। 

তারপরও যদি কোন প্রকল্প সভাপতি তার প্রকল্পে অনিয়ম করে তাহলে তার প্রকল্পের টাকা দেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হচ্ছে।

বিভিন্ন প্রকল্পের সভাপতিদের সাথে কথা হলে তারা জানান, এই প্রথম দেখতে পেলাম টিআর, কাবিখা ও কাবিটা প্রকল্পের কাজে উপজেলা নির্বাহী অফিসার এতো কঠোর ভাবে তদারকি করছেন।

সেই সাথে উপজেলা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাও সার্বক্ষণিক খুঁজ খবর রাখছেন, যে ভাবে তারা তদারকি করছেন এতে কোন প্রকার অনিয়ম করার সুযোগ নেই। বর্তমান ইউএনও মহোদয় সৎ মানুষ তার চোখ ফাঁকি দিয়ে অনিয়ম করা সম্ভব না। উনি সততার সাথে কাজ করেন এটা যোগদানের পর আমরা দেখে আসছি তাই একটু আধটু অনিয়ম করতে আমাদের ভয় হয় যে কারনে অনিয়ম করা সম্ভব না। 

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. এরশাদুল আহমেদ বলেন, সকল প্রকল্প সভাপতির কাছে পরিস্কার মেসেজ দেওয়া হয়েছে যেনো কোন প্রকার অনিয়ম না করা হয়। তারপরও যদি কেউ অনিয়ম করে তাহলে তার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়া হবে। তবে গত সোমবার থেকে আমি বিভিন্ন ইউনিয়নে যে কয়টি প্রকল্প পরিদর্শন করে আসছি সবকটিতে ভালো মানের কাজ হয়েছে। 

আশাকরি বাকিগুলোতেও ভালো হবে ইনশাআল্লাহ। তারপর আমি তো সারাক্ষণ খুঁজ খবর রাখছি এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে সার্বক্ষণিক তদারকি করার জন্য বলে দিয়েছি। আশাকরি সবকটি প্রকল্প স্বচ্ছতার সাথে বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ।