৫০টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট

লোহাগড়ায় মামলা তুলে না নেওয়ায় দূর্বৃত্তদের হামলা

প্রকাশ | ২৪ এপ্রিল ২০২৫, ১৩:৩৭

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি গ্রামের মধ্যপাড়ায় পূর্বের একটি হত্যা মামলাসহ একাধিক মামলা তুলে  না নেওয়ায় প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে ৫০ টি বাড়িতে ভাংচুর ও লুটপাট চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

 

মঙ্গলবার ২২ এপ্রিল সন্ধ্যা আনুমানিক সাড়ে  ৭টার দিকে প্রতিপক্ষ রবুলের নেতৃত্বে এই হামলা চালানো হয়। এ সময় দূর্বৃত্তরা প্রায় ৫০টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে। 

 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি মধ্য পাড়ার দুর্ধর্ষ সন্ত্রাসী শেখ রবুল ওরফে রবুল খেচি, মশি মোল্লা, ওহিদুর শেখ, মহিউদ্দিন শেখ ওরফে মহিউদ্দিন দত্ত, মানিক দত্ত, ফিরোজ মিরে, মুশা মিরে, নাছির সরদার, নিজাম মীর ও মাসুদ কাজীর নেতৃত্বে এ হামলা চালানো হয়। 

 

অভিযুক্তদের বিরুদ্ধে হত্যা, মারধর ও দাঙ্গাসহ একাধিক মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে কথিত গ্রাম্য কোর্টের নামে সাধারণ মানুষকে ভয়ভীতি, হুমকি ও চাঁদাবাজির মাধ্যমে ওই গ্রামকে জিম্মি করে রেখেছে বলে অভিযোগ রয়েছে। 

 

আরও জানা গেছে, হামলাকারীরা পূর্বের মামলাগুলো তুলে নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে ভুক্তভোগীদের হুমকি দিয়ে আসছিল। মামলা তুলে না নেওয়ায় ওই গ্রামের মাকসুদ শেখ ওরফে কেসমত, শামীম শেখ, হুমায়ুন শেখ, ইরান শেখ,পটু শেখ, শাহীন লস্কর, প্রিন্স খান, আকিকুল শেখসহ প্রায় ৫০টি বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট চালানো হয়।

 

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের দিঘলিয়া ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত অফিসার এসআই তারক বিশ্বাস জানান, ঘটনার পর পরই পুলিশ  এলাকা পরিদর্শন করেছে এবং বর্তমানে এখানকার পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। 

 

কথা হয় লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমানের সাথে। তিনি বলেন, অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।