বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২
ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

নেছারাবাদের বলদিয়া ইউনিয়নের ডুবি বাজারে আগুন

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
  ২৪ এপ্রিল ২০২৫, ১২:৫৪
আপডেট  : ২৪ এপ্রিল ২০২৫, ১৩:০৮
নেছারাবাদের বলদিয়া ইউনিয়নের ডুবি বাজারে আগুন
ছবি: যায়যায়দিন

পিরোজপুর জেলার নেছারাবাদ (স্বরূপকাঠি) উপজেলার বলদিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের ডুবি বাজারে ঘটে গেছে এক মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা। আজ সকাল ৮টার দিকে মাহিনুর বেগম ও শানু বেগমের ভিটিতে হঠাৎ করে আগুন লেগে যায়।

জানা গেছে, ভিটিতে থাকা চাইচিং ইঞ্জিনের ফুলকির স্পার্ক তুলার ভিতর পড়ে গেলে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং পুরো ভিটিটিকে গ্রাস করে। আগুনে মুহূর্তের মধ্যে ভিটি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়।

উক্ত ভিটিতে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছিলেন ভাড়াটিয়া মিলন, যিনি সেখানে লেপ-তোশকের একটি ব্যবসা পরিচালনা করতেন। আগুন লাগার সময় ভিটির ভিতরে প্রচুর পরিমাণে তুলা, কাপড় ও অন্যান্য দাহ্য সামগ্রী মজুত ছিল, যার ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং আগুন নিয়ন্ত্রণের আগেই সব কিছু পুড়ে যায়।

ভাড়াটিয়া মিলনের মতে, তিনি প্রতিদিনের মতো দোকান খুলে কাজ করছিলেন। বিষয়টি বুঝে উঠার আগেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করলেও আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে ততক্ষণে সব কিছু ধ্বংস হয়ে যায়।

এই ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি, তবে ভাড়াটিয়া মিলনের লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তার ব্যবসার মূল উপকরণ যেমন লেপ-তোশক তৈরির তুলা, কাপড়, সেলাই মেশিন, কাঠামো ইত্যাদি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়দের অভিযোগ, আগুন লাগার পরে যথাযথভাবে আগুন নেভানোর মতো পর্যাপ্ত ব্যবস্থা ছিল না, যার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেড়ে যায়।

সরজমিনে গেলে স্থানীয়রা জানান, ওই ভিটিতে ভাড়াটিয়া মালিক মিলন লেপ তোশকের ব্যবসা করে। তাঁর কর্মচারী ইঞ্জিনে আধা লিটার পানি দিয়ে ইঞ্জিন চালিয়ে সে অন্য কাজ করে। অন্যদিকে ইঞ্জিনের ফুলকি দ্বারা আগুন ছড়িয়ে পড়লে সে কাউকে না জানিয়ে নিজেই আগুন নেভানোর জন্য বালতি আনতে ঘটনাস্থল থেকে তাঁর বাড়িতে যায়। ততক্ষণে ভিটি সহ ভিতরে থাকা সমস্ত পণ্য সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয় জনগণ এ ধরনের অগ্নিকাণ্ড প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন। বিশেষ করে যেসব জায়গায় দাহ্য পদার্থ রাখা হয়, সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা এবং যন্ত্রপাতি ব্যবহারে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন তারা।

এই মর্মান্তিক দুর্ঘটনায় বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর বলেন, ‘‘বাজারে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে সেই জন্য কমিটি বাজার থেকে টাকা তুলে অগ্নি প্রতিরোধের জন্য একটি পানির পাম্প কেনার প্রস্তুতি নিচ্ছি এবং আজকের ঘটনা খতিয়ে দেখে তাঁর জন্য ব্যবস্থা গ্রহণ করছি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে