তাহিরপুরে ৪০ লাখ টাকার ভারতীয় ফুসকা জব্দ

প্রকাশ | ২৪ এপ্রিল ২০২৫, ১০:১৭

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে টাস্কফোর্সের অভিযানে ৪০ লাখ টাকার ভারতীয় খাদ্যদ্রব্য ফুসকা জব্দ করা হয়েছে। 

জব্দকৃত খাদ্রদ্রব্যের মধ্যে ভারতীয় ৩৯০ বস্তা ফুসকা ছিল। যার বাজার মূল্য ৪০ লক্ষ টাকা।

গত বুধবার বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় বিন্নাকুলি এলাকায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের নির্দেশে টাস্কফোর্স অভিযান পরিচালনা করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাসেম।

 টাস্কফোর্স অভিযানের সময় বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা তার সাথে ছিলেন।

তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাসেম বলেন, টাসকফোর্সে জব্দকৃত মালামাল লাউড়েরগড় বিজিবি ক্যাম্পে রক্ষিত রয়েছে। নিলামের মাধ্যমে তা ডিসপোজাল করা হবে।