রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধার দাফন

প্রকাশ | ২৩ এপ্রিল ২০২৫, ২১:০৯

নেছারাবাদ (পিরোজপুর) মাল্টিমিডিয়া প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার দৈহারী ইউনিয়নের চিলতলা গ্রামের এক গর্বিত সন্তান, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) মোঃ সিদ্দিকুর রহমান চিরবিদায় নিয়েছেন। তার মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দেশমাতৃকার স্বাধীনতার জন্য জীবনের ঝুঁকি নিয়ে যিনি লড়েছেন, সেই বীরের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে গ্রামবাসী, আত্মীয়-স্বজন ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত হন তার জানাযায়।

আজ চিলতলা গ্রামের মীরা বাড়ি প্রাঙ্গণে জানাযার আগে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাহিদুল ইসলাম। এ সময় উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, মুক্তিযোদ্ধা সংসদের সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। রাষ্ট্রের পক্ষে এই শ্রদ্ধা নিবেদন ছিল তার বীরত্বের স্বীকৃতি ও অবদানের প্রতি কৃতজ্ঞতার প্রতীক।

জানাযা শেষে তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। সালাম জানিয়ে গার্ড অব অনার প্রদান করা হয়, যা উপস্থিত সবার মনে এক গভীর আবেগের সৃষ্টি করে। মুক্তিযুদ্ধকালীন সময়ে ক্যাপ্টেন (অব.) মোঃ সিদ্দিকুর রহমানের বীরত্ব, নেতৃত্ব ও আত্মত্যাগের কথা স্মরণ করে অনেকে আবেগাপ্লুত হয়ে পড়েন।

তিনি ছিলেন একজন সৎ, নির্ভীক ও আদর্শবান মানুষ। অবসর গ্রহণের পরেও তিনি সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডেও তার অংশগ্রহণ ছিল প্রশংসনীয়। চিলতলা গ্রামের মানুষের কাছে তিনি ছিলেন প্রেরণার উৎস। তার মৃত্যুতে জাতি হারাল এক দেশপ্রেমিক সৈনিককে।

এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে নেছারাবাদ উপজেলায় যে শোকের ছায়া নেমে এসেছে, তা সহজে মোচন হওয়ার নয়। তবে তার কর্ম ও অবদান চিরকাল মানুষের হৃদয়ে বেঁচে থাকবে।

যাযাদি/ এম