মুন্সীগঞ্জ টঙ্গিবাড়ীতে জমি দখলকে কেন্দ্র করে চাচা - ভাতিজার সংঘর্ষে মারধরের ঘটনায় ৩ জন আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে । আহত দুলাল মাতবর( ৪৭), নূর ইসলাম মাতবর ( ৮০) কে টঙ্গিবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, আহত আলমগীর মাতবরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় ।
এ ঘটনায় দুলাল মাতবরের স্ত্রী শান্তা আক্তার ও আলমগীর মাতবর উভয়ে বাদী হয়ে ওই দিন রাতে টঙ্গিবাড়ী থানায় অভিযোগ করেন। জানাগেছে, টঙ্গিবাড়ী উপজেলার দহ্মিন ধামারন গ্রামের নূরুল হক মাতবরের ছেলে দুলাল মাতবরের সাথে একই বাড়ীর চাচা নূর ইসলাম মাতবরের সাথে জমি নিয়ে দির্ঘ দিন যাবত বিরোধ চলে আসছে ।
এরই জের ধরে ১৮/৪/২০২৫ ইং তারিখে সকাল ১১টার সময় উভয়ের মধ্যে সংঘর্ষে ৩জন আহত হয়েছে । আহত দুলাল মাতবর জানান, আমার পৌত্রিক ৯শতাংশ জমি দির্ঘ দিন ধরে চাচা নূর ইসলাম মাতবর জোর করে দখল করে আসছে । আমি আমার পৌত্রিক জমিনে শোলা আবাদ করতে গেলে আমাকে কিল ঘুসি ও কোদাল দিয়ে আঘাত করে আমার হাতে ও পায়ে রক্তাক্ত জখম হয়।
আহত আলমগীর মাতবর জানান, আমাদেন সম্পত্তি নিয়ে মুন্সীগঞ্জ আদালতে মামলা চলমান রয়েছে । টঙ্গিবাড়ী থানা ওসি মো : মহিদুল ইসলাম জানান, এঘটনায উভয়ই অভিযোগ করেছে । তদন্ত চলছে ।