বোয়ালখালীতে প্রবাসীর ঘরে দুর্ধর্ষ ডাকাতি

প্রকাশ | ২৩ এপ্রিল ২০২৫, ২০:২৫

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

বোয়ালখালীতে এক প্রবাসীর ঘরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের মারধরে প্রবাসীর ছেলে গুরুতর আহত হয়েছেন। এসময় ডাকাত দল ঘরে রক্ষিত নগদ টাকা ও স্বর্ণের গয়না লুটে নিয়ে গেছে।

গতকাল মঙ্গলবার (২২ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে উপজেলার আমুচিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কানুনগোপাড়া গ্রামের প্রবাসী দিবাকর বলের ঘরে এ ঘটনা ঘটেছে। 

আহত অর্পণ বলকে (২৪) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

দিবাকরের স্ত্রী পলি বল বলেন, রাত ২টার দিকে ডাকাতরা ঘরে ঢুকে আমাকে ও আমার ছেলে অর্পণকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে রশি দিয়ে হাত পা বেঁধে ফেলে। এসময় আমার ছেলেকে লোহার রড দিয়ে বেধড়ক মারধর করেছে। লোহার রডের আঘাতে অর্পণের মাথায় গুরুতর জখম হয়েছে। ডাকাত দলে ৭-৮ জন সদস্য ছিলো। তাদের মুখে মাস্ক ছিলো, সকলের বয়স ২৫-২৭ বছরের মধ্যে। ডাকতরা চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় কথা বলছে।

তিনি বলেন, ডাকাতরা আমাদের একটি কক্ষে আটকে রেখে অন্যান্য কক্ষগুলো প্রায় এক ঘণ্টা ধরে তল্লাশি চালিয়ে সমস্ত জিনিসপত্র পত্র এলোমেলো করে ফেলেছে। ঘরে রক্ষিত নগদ ৪ লাখ টাকা, আমার পরনের ও আলমিরা রাখা ৮-১০ ভরি স্বর্ণের গয়না এবং তিনটি মোবাইল সেট লুটে নিয়ে গেছে।

পলি জানান, নিজের দোকানের মালামাল ক্রয়ের জন্য আজ বুধবার (২৩ এপ্রিল) ঢাকায় যাওয়ার কথা ছিলো। সেই জন্য অগ্রণী ব্যাংক থেকে তিন লাখ টাকা মঙ্গলবার ব্যাংক থেকে উত্তোলন করেছিলাম।

স্থানীয়রা জানান, দিবাকর বল প্রবাসে থাকেন। ঘরে তার স্ত্রী পলি বল ও ছেলে অপর্ণ বল থাকে। কানুনগোপাড়া স্যার আশুতোষ সরকারি কলেজের সামনে একটি কাপড়ের দোকান রয়েছে। সেটি পলি বল পরিচালনা করেন।

আহত অর্পণের মামা দেবাশীষ বলেন, ভোরে স্থানীয়দের সহায়তায় অপর্ণকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছিল। সেখানে তার মাথায় ১১টি সেলাই দেওয়া হয়েছিল। এরপর উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে রেফার করেন। চমেক হাসপাতালের চিকিৎসকে পরামর্শ অনুযায়ী সিটি স্ক্যান করলে অর্পণের মাথায় রক্ত জমাট বাঁধার বিষয়টি নিশ্চিত হওয়ায় অপারেশন করাতে হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার সঞ্জয় সেন বলেন, ভোর ৫টার দিকে মাথায় গুরুতর জখম নিয়ে আসা অর্পন বলকে চিকিৎসা দেওয়া হয়েছে। এরপর উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। 

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।