জামায়াত অফিস ভাঙচুর মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে মিছিল

প্রকাশ | ২৩ এপ্রিল ২০২৫, ২০:২৪

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)প্রতিনিধি
ছবি: যায়যায়দিন

১১ বছর আগে গোবিন্দগঞ্জ জামায়াত কার্যালয় সন্ত্রাসী কায়দায় ভাঙচুর, লুটপাট ও নেতা-কর্মীদের প্রাণনাশের উদ্দেশ্যে মারপিটের মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে পৌর জামায়াত বিক্ষোভ মিছিল করেছে। 

বুধবার (২৩ এপ্রিল) বিকেলে মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে দলীয় এক সমাবেশ অনুষ্ঠিত হয় । 

সমাবেশে বক্তব্য রাখেন, গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নুরুন নবী প্রধান, উপজেলা আমীর মাস্টার আবুল হোসাইন, সহকারী সেক্রেটারি মশিউর রহমান, পৌর আমীর শহিদুল ইসলাম, সেক্রেটারী হাসান সাঈদ তালুকদার, উপজেলা জামায়াতের যুব বিভাগের নেতা ফারুক, সোহাগ ফুল মিয়া, উপজেলা শিবিরের সভাপতি মাজহারুল ইসলাম প্রমুখ। 

বক্তারা বলেন, চিহ্নিত সন্ত্রাসীদের দ্রæত গ্রেফতার করা এখন সময়ের দাবি। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্যেই তাদের অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে। তারা আরো বলেন, মামলা নিয়ে একটি কুচক্রিমহল নানা ষড়যন্ত্রে মেতে উঠেছে। ফ্যাসিস্টদের পুনর্বাসনে তাদের নানা পদক্ষেপের বিরুদ্ধে হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, ২৪ এর চেতনার সাথে যারা বিশ্বাসঘাতকতা করে আসামীদের বাঁচানোর চেষ্টা করছে তাদের মুখোশ উন্মোচন করা হবে। 

যাযাদি/ এম