নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা উত্তর বিলচুলঙ্গি গ্রামের আবদুস সোবহান হত্যা মামলার রায়ে একজনের মৃত্যুদন্ডাদেশ ও অপজনের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (২৩ এপ্রিল) দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান এ রায় দেন। দন্ডপ্রাপ্ত আসামিরা হলেন- নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা উত্তর বিলচুলঙ্গি গ্রামের মৃত্যুদন্ডপ্রাপ্ত এমদাদ হোসেন ও যাবজ্জীবনপ্রাপ্ত আবুল হাসেম ওরফে মো. আবুনি।
মামলা সূত্রে জানা গেছে, একটি অটোরিকশা হারানোর ঘটনায় পুর্ব পরিকল্পিতভাবে নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের উত্তর বিলচুলঙ্গি গ্রামের সোবাহানকে গত ২০১৯ সনের ৬ জুলাই মোবাইল ফোনে ডেকে নেয় তার চাচাতো ভাই রাসেল।
এরপর বাড়ি না ফিরলে পরদিন খোঁজাখুঁজি করে একই এলাকার চান মিয়ার পতিত জমিকে স্বামীর গামছা পান স্ত্রী শিউলি আক্তার। পরে এলাকাবাসীর সহায়তায় মাটি খুড়ে লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী শিউলি আক্তার বাদী হয়ে ওইদিনই নেত্রকোনা মডেল থানায় রাসেল, এমদাদ ও অটোরিকশার মালিক আবুল হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করে।
উভয় পক্ষের স্বাক্ষ্য প্রমানাদি গ্রহনান্তে বিজ্ঞ বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান এ রায় প্রদান করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন বিজ্ঞ পিপি অ্যাডভোকেট আবুল হাসেম ।
আসামীপক্ষে ছিলেন অ্যাডভেকেট মজিবুর রহমান তালুকদার।