বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

ইউপি চেয়ারম্যানের চাঁদাবাজি, প্রতিবাদে মধুখালীতে সংবাদ সম্মেলন

মধুখালী(ফরিদপুর)প্রতিনিধি
  ২৩ এপ্রিল ২০২৫, ১৮:৪৮
ইউপি চেয়ারম্যানের চাঁদাবাজি, প্রতিবাদে মধুখালীতে সংবাদ সম্মেলন
ছবি: যায়যায়দিন

ফরিদপুরেরর মধুখালী জাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শামসুল ইসলাম বাচু ও তার সহযোগিদের চাঁদাবাজির প্রতিবাদে ভুক্তভাগিরা সংবাদ সম্মেলন করেছেন।

বুধবার ( দুপুর আড়াই টায় দৈনিক মানবকন্ঠের মধুখালী প্রতিনিধির রেলগেট কার্যালয়ে সংবাদ সম্মলনে বক্তব্য রাখেন ভূক্তভুগি মোঃ সিরাজুল ইসলাম ও আঃ কাউয়ুম মুন্সী। মোঃ সিরাজুল ইসলাম তার বক্তব্যে বলেন ১৮আগস্ট ২০২২খ্রি. ও ২২ নভেম্বর ২০২৪ খ্রি. তারিখ আমার কাছে ১০লক্ষা টাকা চাঁদা দাবী করেন। ২ লক্ষ টাকা চাঁদা পরিশাধ করি এবং ১লক্ষ টাকার মেহগুনী গাছ কেট নিয়ে যান। আঃ কাউয়ুম মুন্সী তার বক্তব্য বলেন ৮মার্চ ২০২৪খ্রি.ও ২৩ নভেম্বর ২০২৪ খ্রি,৫ লক্ষ টাকার মেহগুনী গাছ কটে নিয়ে যায়। পরবর্তীতে ৫০ হাজার টাকা আলমারী ভেঙ্গে নিয়ে যায় আরো ১লক্ষ ৫০ হাজার টাকা চাঁদা দাবী করেন।

এ ব্যাপারে ফরিদপুর বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট ৪ নং আমলী আদালত পথক দুটি মামলা করেছেন।

চাঁদাবাজির বিষয় জাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শামসুল ইসলাম বাচুর মোবাইল ফোনে জানতে চাইলে তার বিরুদ্ধ আনিত অভিযোগ অস্বীকার করে তিনি জানান গাছ কর্তন অথবা চাঁদাবাজির মত কোন ঘটনা ঘটে নাই। প্রতিপক্ষ আমাকে ছোপট ও হয়রানি করার জন্য এ অভিযাগ করেছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে